‘রূরাল মেডিকেল প্র‍্যাক্টিশনার্স এ্যাসোসিয়েশন’ ৮ম সভা

SATYAM NEWS

আজ ৬ই নভেম্বর, ২০২২ গ্রামীণ চিকিৎসকদের রাজ্য জুড়ে সর্ব বৃহৎ সংগঠন ‘রূরাল মেডিকেল প্র‍্যাক্টিশনার্স এ্যাসোসিয়েশন’ এর ডাঃ নর্মান বেথুন চলমান মেডিকেল স্কুল কমিটির পরিচালনায় ৮ম তম বর্ষের আত্মমূল্যায়ন হয়ে গেল। হাওড়া জেলার ১২টি কেন্দ্রে এই পরীক্ষায় ৮২২ জন গ্রামীণ চিকিৎসক অংশ নিয়ে ছিলেন।

পশ্চিমবঙ্গ বাদে ঝাড়খণ্ড ও আসাম রাজ্যের বিভিন্ন জেলার গ্রামীণ চিকিৎসক এই পরীক্ষায় অংশ গ্রহণ করেন। বেথুন স্কুল কমিটির সম্পাদক গ্রামীণ চিকিৎসক কিংশুক মাজি বলেন ১২৭ টি পরীক্ষাকেন্দ্রে প্রায় ১০০০০ হাজার গ্রামীণ চিকিৎসক এই মূল্যায়নে অংশ নেন।

‘দেশের চিকিৎসা বঞ্চিত মানুষের কাছে প্রয়োজনীয়, যুক্তিপূর্ণ, ও বিজ্ঞান সম্মত চিকিৎসা পৌঁছে দিতে আমরা বেথুনের ছাত্রদল নিজেদের প্রচেষ্টায় অবশেষে নিজেদের আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যুক্তিপূর্ণ শিক্ষামালা সদস্যদের কাছে পৌঁছে দিতে পেরেছি। এটা আমাদের স্বপ্ন পূরণের এক অন্যতম অধ্যায়’ বলেন সংগঠনের রাজ্য সহ সাধারণ সম্পাদক গ্রামীণ চিকিৎসক বিপ্লব মল্লিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *