এবার মমতার পাখির চোখ জঙ্গল মহল

SATYAM NEWS
বৃহস্পতিবার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃতদেহর প্রতি শ্রদ্ধা নিবেদন করেই মমতা বন্দ্যোপাধ্যায় সোজা চলে যান ঝাড়গ্রাম। এবার লোকসভা নির্বাচনে জঙ্গল মহল কিছুটা হলেও মমতাকে খুশি করেছে। তাই জঙ্গল মহল এবার তাঁর পাখির চোখ। ২০১৯-এর লোকসভা ভোটে এই ঝাড়গ্রাম জেলার লোকসভা আসনটি বিজেপি দখল করেছিল। কিন্তু ২০২৪ এর লোকসভা ভোটে অর্থাৎ এবারের লোকসভা নির্বাচনে সেই সমীকরণ পুরো বদলেছে। ২০১৯ সালে বিজেপির যিনি সাংসদ ছিলেন, লোকসভা ভোট চলাকালীনই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। রাজনৈতিক এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারই ঝাড়গ্রাম জেলায় পৌঁছেছেন। এবার পালা আগামী ভোটে এই ডিভিডেন্ট ধরে রাখা। তাই চাই দুহাত উজাড় করে দান করা।
আশা করা যায় সেই পথেই এবারও হাঁটবেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে,আজ, শুক্রবার বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম স্টেডিয়ামে। পাশাপাশি বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানের মঞ্চ থেকে ঝাড়গ্রাম জেলার জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, ১৫০ কোটি টাকারও বেশি টাকার প্রকল্পের উদ্বোধন ঝাড়গ্রাম জেলার জন্য করবেন মুখ্যমন্ত্রী। ৮০ কোটি টাকার বেশি শিলান্যাস করবেন তিনি। জঙ্গল সাফারি নামক এক প্রকল্পের সূচনা করার নির্দেশ এই মঞ্চ থেকে দিতে পারেন মুখ্যমন্ত্রী। পর্যটন ও বনদফতরের যৌথ উদ্যোগে এই প্রকল্প শুরু করা হতে পারে। পাশাপাশি বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দেখার জঙ্গল মহলের ভাগ্যে কি কি প্রাপ্তিযোগ ঘটলো আজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *