কেজরিওয়ালের গ্রেফতারি বাড়াচ্ছে আন্তর্জাতিক চাপ
প্রথমে পশ্চিম জার্মানি এবং তারপর আমেরিকা – কেজরিওয়াল গ্রেপ্তার ইস্যুতে এই দু’টি বিদেশী রাষ্ট্র মুখ খোলায় যথেষ্ট চাপে পড়েছে সাউথ ব্লক। দুটি দেশের বক্তব্য মোটামুটি একইরকম- কেজরিওয়ালের ব্যাপারে তারা আশা করছে বিচারবিভাগীয় স্বাধীনতা ও গণতন্ত্রের রীতিনীতি মেনে দ্রুত আইনি পদক্ষেপ নেবে ভারত সরকার।
জার্মানি মন্তব্য করার পর ভারতের পক্ষ থেকে তাদের রাষ্ট্রদূতকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে – ভারতের অভ্যন্তরীণ বিষয়ে তাদের নাক গলানোর কোনো দরকার নাই। যদিও আমেরিকার বিষয়ে সাউথ ব্লক নীরব থেকে গেছে।
প্রসঙ্গত লোকসভা ভোটের মুখে আবগারি দুর্নীতি মামলায় সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে। এই গ্রেফতারি ইস্যুতে যেভাবে দুই বিদেশী রাষ্ট্র মন্তব্য করেছে তাতে ওয়াকিবহাল মহলের আশঙ্কা হয়তো এরপর অন্যান্য দেশগুলিও এই ইস্যুতে মুখ খুলতে শুরু করবে এবং ভারতের উপর আন্তর্জাতিক চাপ বাড়তে থাকবে।