জলে বন্দি দক্ষিণবঙ্গ – সর্বত্র শুধু জল আর জল

SATYAM NEWS
জলে বন্দি দক্ষিণবঙ্গ – সর্বত্র শুধু জল আর জল
একটু ভালোমতো বৃষ্টি শুরু হতেই সেই মালদা থেকে কলকাতা পর্যন্ত জলপ্লাবন। কলকাতা সহ সর্বত্র নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক জেলায়। এই আবহে জেলাশাসকদের ছুটি বাতিল করার নির্দেশ দিলেন মুখ্যসচিব। সতর্ক থাকার পাশাপাশি এমন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নবান্ন। শনিবার দুপুরে জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসছিলেন মুখ্যসচিব। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটা ছবিতে দেখা যাচ্ছে, কলকাতা বিমানবন্দর জলমগ্ন। বিমান পার্কিং যেখানে করা হয় সেখানে জল জমে আছে। এই পরিস্থিতিতে নতুন করে জল ছাড়ছে ডিভিসি। গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, শিলাবতী, কংসাবতী সহ প্রত্যেক জেলায় একাধিক নদীর জলস্তর ফুঁসতে শুরু করেছে। যার জেরে দুই মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, হুগলি এবং বর্ধমানের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এখনও দক্ষিণবঙ্গের চারটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ায়।
জলমগ্ন এলাকায় নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। মালদায় বৃষ্টিতে কোথাও হাঁটু, কোথাও প্রায় কোমর সমান জল। বেহাল নিকাশির জেরে কার্যত ঘরবন্দি মানুষ। জলে ডুবে গিয়েছে এলাকার রাস্তাঘাট। এই ছবি মালদার হবিবপুরের আইহো পঞ্চায়েতের বক্সিনগর, বিবেকানন্দপল্লী, ভরপাড়া–সহ অন্যান্য এলাকায়। চরম দুর্ভোগকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। উদ্বিগ্ন প্রশাসন, উদ্বিগ্ন নবান্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *