পাকিস্তানে গ্রেফতার আইএসআই-এর প্রাক্তন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ

SATYAM NEWS
পাকিস্তান আছে পাকিস্তানে। সোমবার,১২ অগস্ট পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রাক্তন প্রধান, লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে গ্রেফতার করল সেই দেশের সামরিক বাহিনী। এই কেলেঙ্কারির অভিযোগে তাঁর বিরুদ্ধে শিগগিরই কোর্ট মার্শাল (সামরিক আইন ভাঙার দায়ে বিচার) হওয়ার কথা। কিন্তু তার আগেই তাঁকে গ্রেফতার করা হলো। পাকিস্তানে এই প্রথম কোনও প্রাক্তন গোয়েন্দা প্রধানের বিরুদ্ধে কোর্ট মার্শাল শুরু হচ্ছে। এদিন, আইএসআই-এর জনসংযোগ বিভাগ বলেছে, “পাকিস্তান সুপ্রিম কোর্টের আদেশ মেনে, লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদের (অবসরপ্রাপ্ত) বিরুদ্ধে হওয়া টপ সিটি সংক্রান্ত অভিযোগের যথার্থতা নিশ্চিত করতে, পাকিস্তান সেনাবাহিনী একটি বিশদ তদন্ত আদালত গঠন করেছিল। কিন্তু তদন্ত চলাকালীন তাঁকে গ্রেফতার করা হলো।
এই ঘটনায় প্রমাণ হয় যে পাকিস্তানের সেনার হাতে কি প্রবল শক্তি। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত পাক গোয়েন্দা সংস্থার প্রধান পদে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল হামিদ। সেই সময় মনে করা হত তিনি পাকিস্তানের সবথেকে শক্তিশালী মানুষ। তবে, ইমরান খান সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর, তিনিও শক্তি হারান। তাই সময়ের আগেই অবসর নেন জেনারেল হামিদ। ২০২২-এর নভেম্বরে, হাইকমান্ডের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। অথচ, সামরিক বাহিনীর দুই শীর্ষ পদের জন্য পাকিস্তানের জেনারেল হেডকোয়ার্টার্স যে ছয়জন প্রবীন জেনারেলের সম্ভাব্য তালিকা তৈরি করেছিল, তার মধ্যে জেনারেল হামিদের নামও ছিল। সেই পরিস্থিতিতে তাঁর গ্রেফতার নতুন করে নানা প্রশ্ন তুলে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *