হাওড়ায় আঠারো তম শিশু উৎসব ও শিশু মেলার প্রস্তুতি চলছে জোর কদমে

SATYAM NEWS

বাবু হকের রিপোর্ট , হাওড়া: – হাওড়া জেলার রাজাপুর থানার তুলসিবেড়িয়া ফুটবল মাঠে, পার এ‍্যাসোসিয়েশনের আয়োজনে, নভেল করোনার সকল প্রকার বিধিনিষেধ মেনে ও সচেতনতা বৃদ্ধির লক্ষে, আঠারো তম শিশু উৎসব ও শিশু মেলার প্রস্তুতি চলছে জোরকদমে বলে জানান পার এ‍্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সম্পাদক রঘুনাথ কোঁড়া। উনিশ থেকে ছাব্বিশ ডিসেম্বর ,আট দিন ধরে শিশু দের উপযোগী নানান ধরনের শিক্ষা ,সচেতনতা, চিকিৎসা, সেবা, কৃষ্টি ,সংস্কৃতি, কালচার, লোকাচার, সাংস্কৃতিক,যোগ ব্যায়াম,বিচিত্রানুষ্ঠান, ইন্দ্রজাল প্রদর্শন, হাওড়া জেলা কবি সম্মেলন, রক্ত দান শিবির, চক্ষু পরীক্ষা শিবির। হাওড়া জেলার অন্যতম শিশু উৎসব ও শিশু মেলার আয়োজন চলছে পুরোদমে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট জনেরা শিশুদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে জানান সেখ রাসেদ আলি, কৌশিক কোঁড়া, মহানন্দা হাজরা,সতীশ চন্দ্র ভৌমিক,সেখ আনসার আলি দিবা রাত্রি এক করে শিশুদের পাশে দাঁড়াতে সদাই অবিচল থাকবেন। ঐতিহ্যবাহী শিশু উৎসবের সাফল্য কামনা করেছেন তুলসিবেড়িয়া দরগাহ শরীফের পীরজাদা রফিকুল ইসলাম খান। নিম্ন দামোদর বন‍্যা প্রতিরোধ কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সেখ রফিকুল ওয়াহেদ মহম্মদ সহিদুল হক বলেন যতো দিন যাচ্ছে ততই এগিয়ে চলেছে শিশু উৎসবের আয়োজন,সফল হোক। পশ্চিমবঙ্গ বাই সাইকেল ট‍্যুরিষ্ট এ‍্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ডঃ অনিন্দ্য গোপাল মিত্র বলেছেন ধন্যবাদ জানাই সকল উদ্যোক্তা ও সহযোগিদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *