হুগলি চুঁচুড়া পৌরসভার নতুন উদ্যোগে ডেঙ্গু রুখতে এবার আকাশ পথে নজরদারি
নিজস্ব প্রতিনিধি, হুগলি
২২ আগস্ট অর্থাৎ মঙ্গলবার
ডেঙ্গু রুখতে নয়া সূচনা করলেন হুগলী পৌরসভা। মঙ্গলবার সকালে পৌরসভার অন্তর্গত চুঁচুড়া বাসস্ট্যান্ড এলাকার একটি বাড়ির ছাদ থেকে আশপাশের সমস্ত এলাকায় ড্রোন উড়িয়ে তদন্ত করে দেখল কোথায় কি ধরনের জঞ্জাল বা জল জমে আছে। জয়দেব অধিকারী জানান পৌরসভার সাফাই কর্মী বা হেলথের কর্মচারীরা এমন এমন জায়গায় পৌঁছাতে পারছে না সেখানে ড্রোনের মাধ্যমে তা দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু দমন করতে এই নয়া প্রকল্প নিলো এমনই জানালেন সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী। সাথে ছিলেন চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায়, ছয় নং ওয়ার্ড কাউন্সিলর ঝন্টু বিশ্বাস এবং সঞ্চিতা ধর। পুরো শহর জুড়েই এই ড্রোন চলবে এমন এই জানালেন জয়দিব অধিকারী।