ইন্টারপোলের সাহায্যে হাসিনাকে কি তুলে নিয়ে যেতে পারে বাংলাদেশ সরকার?

SATYAM NEWS
এমন একটা জল্পনা সামনে আতেই মেরুদন্ড সোজা করেছে ভারত সরকার। ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে আসার পরে জল বহুদূর গড়িয়েছে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার। হাসিনার বিরুদ্ধে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ সহ শতাধিক মামলা দায়ের হয়েছে। এবার হাসিনাকে দেশে ফেরাতে বড় পদক্ষেপ করার ভাবনা ইউনূস সরকারের। শোনা যাচ্ছে, শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ হতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। কিন্তু ইন্টারপোলের সাহায্যের আগে তো ভারত সরকারের কাছে আবেদন করতে হবে। সেই পথে অবশ্য এখনও হাঁটেনি ইউনুস সরকার।
ভারতের কাছে আবেদন করার আগেই রবিবারই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “গত জুলাই-অগস্ট মাসে ছাত্র আন্দোলনের সময় গণহত্যা চালিয়ে যারা পালিয়ে গিয়েছেন, তাঁদের ধরার জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড কর্নার নোটিস জারি করব আমরা। দ্রুত এই নোটিস জারি করা হবে। তারপর তাঁরা যেখানেই থাকুন না কেন, গ্রেফতার করে বাংলাদেশে আনার জন্য সর্বোচ্চ পদক্ষেপ করা হবে। ” এখানে শেখ হাসিনার নাম না করা হলেই তাকেই যে উদ্দেশ্য করা হয়েছে তা স্পষ্ট। যদি রেড কর্নার নোটিস জারি হয়, তবে অন্য দেশ থেকে কোনও অভিযুক্তকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা যায়। হাসিনার বিরুদ্ধে যদি রেড কর্নার নোটিস জারি হয়, তবে ভারত থেকে তাঁকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারে ইউনূস সরকার। কিন্তু রেড কর্নার জারি করা বিষয়টা এতটা সহজ হবে না। তাই আমাদের অপেক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *