আকাশ থেকে সোজা সমুদ্রে লাফিয়ে পড়লো বিমান

SATYAM NEWS

এই দৃশ্য ভাইরাল হতেও চমকে উঠেছে সকলে। আধুনিক বিমান হলে হয়তো পাইলট বেঁচে যেতো। কিন্তু এই বিমানটি ছিল খুবই পুরোনো প্রযুক্তির। মাঝ আকাশে চলছিল বিমানের কসরত দেখানোর প্রদর্শনী। সেই অনুষ্ঠানেই ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা সমুদ্রে আছড়ে পড়ল বিমান। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হল ৬৫ বছর বয়সি এক বিমান চালকের। দেশের ঐতিহ্যবাহী পুরনো বিমানগুলিকে নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করেছিল সেনাবাহিনী সেখানেই এই দুর্ঘটনা ঘটে।

জানা যাচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বিমান এই ফুগা ম্যাজিস্টার জেট। যুদ্ধের পরও দীর্ঘ সময় ধরে ফ্রান্স বায়ুসেনার অন্তর্ভুক্ত ছিল বিমানটি। বর্তমান আধুনিক বিমানগুলিতে দুর্ঘটনার পূর্বে বিমান ছেড়ে বেরিয়ে আসার সুবিধা থাকে। যাকে ‘সিট ইজেকশন’ পদ্ধতি বলে। তবে ঐতিহাসিক ওই বিমানে সেই সুবিধা ছিল না। ফলে আপদকালিন পরিস্থিতিতে বাঁচার সম্ভাবনা অত্যন্ত কম থাকে পাইলটের জন্য। ফলে পাইলটের মৃত্যু ছাড়া দ্বিতীয় কোনো পথ ছিল না। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে আকাশে চক্কর কেটে সোজা সমুদ্রে আছড়ে পড়ে সেটি। চোখের সামনে এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যান প্রদর্শনীতে উপস্থিত দর্শকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *