খাদ্য , জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দফতরের উদ্যোগে এবং কৃষি দফতরের সহযোগিতায় খারিফ মরশুম ২০২১- ২০২২ বর্ষে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্যোগ গ্রহণ করা হয় ইতিমধ্যেই

SATYAM NEWS

খাদ্য , জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দফতরের উদ্যোগে এবং কৃষি দফতরের সহযোগিতায় খারিফ মরশুম ২০২১- ২০২২ বর্ষে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্যোগ গ্রহণ করা হয় ইতিমধ্যেই। ধলাই জেলার আমবাসায় চলছে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়। প্রতি কুইন্টাল ধান ১৯৪০ টাকায় সরকারি মূল্য ক্রয় করা হচ্ছে কৃষকদের কাছ থেকে ধান। কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর মাঠে অস্থায়ী ক্যাম্প করে চলছে ধান ক্রয় প্রক্রিয়া। আমবাসা মহকুমা এলাকার বিভিন্ন জায়গা থেকে কৃষকরা তাদের ফলানো দন নিয়ে এসেছেন বিক্রি করতে। ধান বিক্রি করতে আসা কৃষকরা জানান বাজার মূল্য থেকে কিছুটা বেশি ধরে বিক্রি করছেন সরকারের কাছে। তাতে তারা লাভবান হচ্ছেন বলেও জানান। এই প্রথম আমাবাসায় সরকারিভাবে ধান ক্রয় প্রক্রিয়া শুরু হয়। কৃষকরা আরো জানান আগামী দিনেও সরকারিভাবে এ প্রক্রিয়ারই থাকলে তারা উপকৃত হবেন। এ প্রক্রিয়া গ্রহণ করায় কৃষকরা বেজায় খুশি। কৃষি দফতরের এক আধিকারিক জানান কৃষকরা তাদের ধান বিক্রি করতে আসছেন এবং চলতি মাসের 11 ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ধান ক্রয় প্রক্রিয়া। এছাড়াও জানান ধান বিক্রি করতে আসা প্রত্যেক কৃষকদের রেজিস্ট্রেশন করিয়ে তাদের বিক্রি করা ধানের অর্থ একাউন্টে দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *