বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “বাংলা সংস্কৃতি বলয়ের” বিশেষ কর্মসূচি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বীরভূমের সেহালা গ্রামের কুঠিপাড়া অঞ্চলে একটি মানবিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলো “বাংলা সংস্কৃতি বলয় “। অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিলো সাধারণ মানুষের সংস্কৃতি চেতনাকে ” রবীন্দ্র -নজরুল মুখী” করা। সম্প্রতি রথীন্দ্র মঞ্চে এই সংস্থার গঠন অনুষ্ঠান কলকাতাবাসির নজর কেড়েছে। বাংলা সংস্কৃতি রক্ষা ও গবেষণামূলক কাজে ইতিমধ্যেই এই সংস্থা রাজ্যের বিভিন্ন জেলায় বেশকিছু উল্লেখযোগ্য কাজ শুরু করেছে।
সেই উপলক্ষে গ্রামের সব বাচ্চাদের একত্রিত করা হয়েছিল। তারা রবীন্দ্রনাথ এবং নজরুল ইসলামের রচনায় সমবেত নৃত্য, গান এবং আবৃত্তি পরিবেশন করে। উক্ত দিনে ওই অঞ্চলের সকল বাচ্চাদের খাওয়ানোর দায়িত্ব নেয় “বাংলা সংস্কৃতি বলয় “। বিশিষ্ট সমাজসেবী বিশ্বদেব চক্রবর্তী এই উদ্যোগের পাশে থেকেছেন।
কবি অরুণ চক্রবর্তীর বিশেষ উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করেছে।
বলয়ের পক্ষ থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য উপস্থিত ছিলেন টিনা ঘোষাল, অমলেশ দাসগুপ্ত, মানসী দাস, অশোক দে।
বাংলা সংস্কৃতি বলয়ের এই উদ্যোগে তাদের নিজ কর্মসূচি নিয়ে পাশে দাঁড়িয়েছে সেঁজুতি।