রাজ্য সরকার প্রদত্ত ‘দীনবন্ধু মিত্র পুরস্কার’ ফেরালেন নাট্যকার চন্দন সেন
একেই শিল্পী, কলা-কুশলি মহল প্রবল ক্ষুব্ধ আর জি কর কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে। তার উপরে গতকাল তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক যা বলেছেন, তা যে, যে কোনো আত্ম সম্মানবোধ সম্পন্ন শিল্পীকে আঘাত করবে তাতে সন্দেহ নেই।
প্রসঙ্গত, প্রতিবাদীদের খোঁচা দিয়ে পুরস্কার ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন কাঞ্চন মল্লিক। তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকও একজন অভিনেতা। কিন্তু কাঞ্চনের এহেন মন্তব্যের পরই সমাজের বহু ক্ষেত্র থেকে সমালোচনার ঝড় ওঠে। বিতর্কের মাঝে চাপে পড়ে ক্ষমাও চান কাঞ্চন। কিন্তু তার আগেই নিজের পুরস্কার ফেরত দেওয়ার কথা ঘোষণা করেন নাট্যকার চন্দন সেন।
শুধুই চন্দন সেন নয়, একাধিক শিল্পী ক্ষুব্ধ কাঞ্চনের ওই কথায়। এ প্রসঙ্গে অভিনেতা বাদশা মৈত্র বলেন, “এই প্রতিবাদ আরও জোরাল হবে। আমি তো এটাকে বিধায়ক কাঞ্চন মল্লিকের ব্যক্তিগত মতামত বলে মনে করছি না। কারণ তিনি যে দলে রয়েছেন, দল কি কোনও পদক্ষেপ করেছেন? তাহলে শিল্পীদের এটা মনে হতেই পারে, যাঁদের পুরস্কার দেওয়া হয়েছে, তাঁদের প্রতি এটাই সরকারের মনোভাব। যে মনোভাব কাঞ্চন মল্লিকের কথায় প্রকাশ পেয়েছে।” ফলে খুবি সমস্যায় পড়েছেন শাসক দল।