বেঙ্গল কেমিস্ট্ অ্যান্ড ড্রাগ অ্যাসোশিয়েশনের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন
ওষুধের রিটেল দোকান গুলিতে ওষুধের দামে অতিরিক্ত ছাড়, ওষুধের ওপর জিএসটি কর মুকুব সহ আরও বিভিন্ন দাবীতে আজ বেঙ্গল কেমিস্ট্ অ্যান্ড ড্রাগ অ্যাসোশিয়েশনের পক্ষ থেকে শিলিগুড়ি হিলকার্ট রোডের উপর রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভকারীরা জানান যে, বাইরের রাজ্য গুলিতে ওষুধের দোকান গুলির বিষয়ে সমস্ত নিয়ম পালন করা হলেও এই রাজ্যে কিছুই করা হয় না। তাছাড়াও অনলাইনে ওষুধ বিক্রি শুরু হওয়াতে ভাটা পড়েছে দোকান গুলিতে। বিক্ষোভকারীরা প্রশাসনের কাছে দাবী করেন যে, অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে তাদের এই আন্দোলন আরও বৃহত্তর রূপ ধারণ করবে।