প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য
একটা যুগের অবসান ঘটল বৃহস্পতিবার সকাল ৮. ২০ মিনিটে। ৮০ বছর বয়সে তিনি মারা গেলেন। ২০০০ থেকে ২০১১ পর্যন্ত তিনি বাম জমানার মুখ্যমন্ত্রী ছিলেন। জ্যোতি বসুর উত্তরসূরি ছিলেন তিনি। বৃহস্পতিবার সকাল ৮. ২০ মিনিটে পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই তিনি মারা যান। বৃহস্পতিবার সকালে খাবার খাওয়ার পরেই তিনি অসুস্থ বোধ করেন। দ্রুত ডাক্তার ডাকা হয়। ততক্ষন তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বুদ্ধদেব। শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তাঁর। জানা গেছে, গত তিন দিন ধরেই তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। বুধবার রাতেও চিকিৎসকরা তাঁকে দেখে যান।
বাংলা তথা ভারতে মানুষ প্রধানত তিনটে কারণে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি যথার্থ অর্থেই ছিলেন সততার প্রতীক। তাঁর সংস্কৃতি ও রুচিবোধ ছিল অনন্য। আর তিনি প্রথম উপলব্ধি করেন, বাংলার বেকার সমস্যার সমাধানের জন্য বৃহৎ শিল্প স্থাপন করার প্রয়োজন। সেই কারণেই তিনি সিঙ্গুরে টাটাদের বৃহৎ শিল্প কারখানা গঠনের চেষ্টা করেন। চেষ্টা করেন নন্দীগ্রামে শিল্প তালুক তৈরী করার। আর এই কারনেও তিনি বিরোধীদের চক্ষুশুল হয়ে ওঠেন। তাঁর বিরুদ্ধে গড়ে ওঠে তীব্র আন্দোলন। আর প্রধানত এই কারণেই বাম আমালের অবসান ঘটে। তাঁর প্রয়ানে আমরা গভীরভাবে শোকাহত।