বাংলা সংস্কৃতি বলয়ের পশ্চিমবঙ্গের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হলো

SATYAM NEWS

১০ ই এপ্রিল ২০২২(রবিবার) বাংলা সংস্কৃতি বলয়ের পশ্চিমবঙ্গের প্রথম সম্মেলন সংগঠিত হয় জোড়াসাঁকোর রথীন্দ্র মঞ্চে | সম্মেলনে রাজা রামমোহন রায়ের সার্ধদ্বিশত জন্ম বার্ষিকী উপলক্ষে বর্ষব্যপি কর্মসূচীর নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা সহ বাংলা সংস্কৃতি সংশ্লিষ্ট বর্ষব্যপি কর্মসূচী ও বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতির উপর গবেষণাধর্মী কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয় এই সম্মেলনে | লাল পাহাড়ের দেশে খ্যাত গীতিকার কবি অরুন চক্রবর্তী সম্মেলনের উদ্বোধন করেন | উদ্বোধনী ভাসনে কবি অরুন চক্রবর্তী বলেন প্রান্তিক সংস্কৃতি আগামীদিনে বাংলা সংস্কৃতিকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে এবং বাংলা সংস্কৃতি বলয় যেভাবে প্রান্তিক সংস্কৃতিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে সেই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান | সম্মেলনের সভাপতিমণ্ডলীতে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব তথা উদ্যোগপতি অলোক চন্দ, জাতীয় শিক্ষক মুকুন্দ বিহারী বিশ্বাস, প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল অধিকারী, লেখক আমলেশ দাসগুপ্ত, লেখক অনুপ বন্দোপাধ্যায় | বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্বকমিটির পক্ষে কাজী মাহাতাব সুমন ও সেবক ভট্টাচাৰ্য সম্মেলনকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখতে গিয়ে বাংলা সংস্কৃতি বলয়ের লক্ষ্য উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন ধর্ম, বর্ণ, রাজনৈতিক দল নিরপেক্ষ বাংলা সংস্কৃতির প্রতিটি ধারা ও বিভাগের সমন্বয়ে, লোক সংস্কৃতির সকল ইতিবাচক দিক নিয়ে কাজ করছে বাংলা সংস্কৃতি বলয় | নৃগোষ্ঠী ও অন্যান্য ভাষাভাষী মানুষের সংস্কৃতিকেও সন্মান জানানোর কর্মনীতি রয়েছে এই বাংলা সংস্কৃতি বলয়ের |

সম্মেলনে রাজা রামমোহন রায় স্বারক বক্তৃতা রাখেন সাংবাদিক সঞ্জয় মুখার্জি | বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্রভারতী সোসাইটির সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় | সম্মেলনে প্রতিবেদন ও বার্ষিক কর্মসূচী উথাপন করেন বাচিক শিল্পী বিপ্লব মন্ডল ও সংগীত শিল্পী টিনা ঘোষাল | রবীন্দ্র-নজরুল উৎসব, বসন্ত উৎসব, পৌষপার্বন উৎসব, বর্ষবরণ উৎসব, ২১ শে মে ও ১৯ শে ফেব্রুয়ারী প্রতিপালন করা সহ বাউল উৎসব, ভাওয়াইয়া উৎসব, গম্ভীরা উৎসব, ঝুমুর ও টুসু ভাদু উৎসব, বিজগীতি সম্মিলনী সংগঠিত করার সিদ্ধান্ত গৃহীত হয় আজকের সম্মেলনে | পশ্চিমবঙ্গকে পাঁচটি জোনে বিভক্ত করে বাংলা সংস্কৃতি বলয়ের উত্তরবঙ্গ সংসদ, উপকূলবর্তী সংসদ, দক্ষিণ বঙ্গ সংসদ, গম্ভীরা সংসদ ও কেন্দ্রীয়ঞ্চল সংসদ গঠন করে এই সকল কর্মসূচী ও গবেষণাধর্মী কাজ চালানোর পরিকল্পনা গ্রহণ করা হয় এই সম্মেলন মঞ্চ থেকে | সম্মেলন মঞ্চ থেকে সর্বসন্মতিক্রমে অলোক চন্দ কে সভাপতি, অনুপ বন্দোপাধ্যায়কে কার্যকরী সভাপতি, আব্দুল কাইয়ুম ও দিপা দাসকে সহসভাপতি, বিপ্লব মন্ডলকে সাধারণ সচিব ও টিনা ঘোষালকে সদস্য সচিব, মানসী দাসকে সাংগঠনিক সচিব ও সরোজ চক্রবর্তীকে কোষাধ্যক্ষ করে ২৩ সদস্যক পশ্চিমবঙ্গ কেন্দ্রীয়ঞ্চল সংসদ গঠন করা হয় | অবশিষ্ট চারটি সংসদের সম্মেলন আগামী ছয় মাসের মধ্যে সম্পন্ন করার জন্য প্রস্তুতি কমিটি গঠন করা হয় আজকের সম্মেলন থেকে | কাজল অধিকারিকে মুখ্যউপদেষ্টা ও অমলেশ দাসগুপ্তকে সহকারী মুখ্য উপদেষ্ঠা করে একটি উপদেষ্ঠামন্ডলী গঠন করা হয় | শ্যামসুন্দর জুয়েলারি কো এর কর্ণধার রূপক সাহা ও পশ্চিমবঙ্গের উদ্যোগপতি কুশল মৈত্রকে সদস্য করে গঠন করা হয় পেট্রোন টিম | সম্মেলনে পশ্চিমবঙ্গের ১৮ টি জেলা থেকে ২২৬ জন লেখক-শিল্পী-গবেষক-সংগঠক প্রতিনিধি অংশ নিয়েছিলেন | সম্মেলনের দ্বিতীয় পর্বে রবীন্দ্র নজরুলের পাশাপাশি ভাওয়াইয়া, বাউল, ঝুমুর, পটের গান, সমবেত আবৃত্তি, রাজা রামমোহন রায়ের উপর শ্রুতি নাটক মঞ্চস্থ করা হয় | সম্মেলন শেষে সভাপতি মন্ডলীর পক্ষে কাজল অধিকারী বাংলার সাংস্কৃতিক ঐতির্যের কথা তুলে ধরে সংস্কৃতির শেকড়ে গিয়ে কাজ করার পরামর্শ দিয়ে বাংলা সংস্কৃতি বলয়ের পশ্চিমবঙ্গ প্রথম সম্মেলনের সফলতা কামনা করে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন | প্রাসঙ্গত উল্লেখযোগ্য যে ২০২০ সালের ২০ শে সেপ্টেম্বর বিশ্বের ২১ টি দেশের বাংলা ভাষাভাষী সংস্কৃতি কর্মী প্রতিনিধি নিয়ে যে বাংলা সংস্কৃতি বলয় গঠিত হয়েছিল সেই বলয়ের ঢাকা সংসদ, আগরতলা সংসদ ও ধর্মনগর সংসদ গঠিত হবার পর চতুর্থ সংসদটি সফলতার সাথে গঠিত হলো পশ্চিমবঙ্গে | এই সম্মেলনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের সংস্কৃতি জগতে যথেষ্ট উদ্দীপনা পরিলক্ষিত হয় |

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *