আমবাসা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর মাঠটি বেহাল দশায় পরিণত হয়ে আছে। এই মাঠটির চারপাশে নোংরা আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ নিরব দর্শক।
আমবাসা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর মাঠটি বেহাল দশায় পরিণত হয়ে আছে। এই মাঠটির চারপাশে নোংরা আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ নিরব দর্শক। ঘটনার বিবরণে জানা যায় আমবাসা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে এই এলাকার লোকজন যানবাহন সহ বিভিন্ন জিনিসপত্র রেখে আসছে। আর তাতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এই বিদ্যালয়ের মাঠে স্কুলের শারীর শিক্ষক অরুণ চন্দ্র দাস প্রত্যেকদিন বিকেলে এই মাঠে ছেলেমেয়েদের শরীরচর্চা করায়। কিন্তু বেশ কিছুদিন ধরে এই বিদ্যালয়ের মাঠে এলাকার জৈনক এক ব্যক্তি মাঠের মধ্যে ইট দিয়ে চিপস এর কাজ শুরু করেছে। আর তাতে ছেলে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শরীরচর্চা করাতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন শিক্ষক। এ বিষয়ে শারীর শিক্ষক তাদেরকে জানালেও তারা কর্ণপাত করেননি। যার ফলে আমবাসা চান্দ্রাইপারা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর মাঠটি খেলার অযোগ্য হয়ে পড়েছে। এ বিষয়ে শারীর শিক্ষক অরুণ চন্দ্র দাস জানান এই বিদ্যালয়ের মাঠ টি আবর্জনায় পরিণত হয়ে আছে, কেউ যানবাহন রাখছেন আবার, কেউ বিদ্যালয়ের মাঝমাঠে ইট দিয়ে চিপস করছেন, যার ফলে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শরীরচর্চা করাতে অসুবিধা হচ্ছে
এ বিষয়ে সাংবাদিকরা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়ানন্দ দেববর্মার কাছে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে তিনি অবগত নন। বিষয়টি খতিয়ে দেখবেন তিনি