গাজায় ইসরাইলি হামলা অব্যাহত – মৃতের সংখ্যা বেড়েই চলেছে

SATYAM NEWS



মধ্যপ্রাচ্যে যুদ্ধ কমার কোনো লক্ষণ তো নেই, বরং বেড়েই চলেছে ইসরাইলি হামলা। ইসরাইল কোনো যুদ্ধের নিয়ম না মেনে ক্রমাগত আক্রমন করে চলেছে ফিলিস্তানিদের উপর। বৃহস্পতিবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত গত ৪৮ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় আরও ৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও ২১২ জন।

এক বিবৃতিতে বলা হয়েছে,গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি সামরিক আগ্রাসনে এ পর্যন্ত ৪০ হাজার ৩৩৪ জন নিহত এবং ৯৩ হাজার ৩৫৬ জন আহত হয়েছে। এছাড়া হাজার হাজার ফিলিস্তিনি মৃত এবং আহত অবস্থায় এখনও ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। প্রয়োজনীয় চিকিৎসা সেবা এবং নাগরিক প্রতিরক্ষা কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। ইসরাইলি বাহিনী অবরুদ্ধ গাজায় ১০ মাসেরও বেশি সময় ধরে নজিরবিহীন আক্রমন করে চলেছে। এই মুহূর্তে তা বন্ধ করা না গেলে মানবতার সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *