নদীয়া বাংলাদেশ সীমান্তে আকাশে রাতের অন্ধকার ভেদ করে তীব্র আলোর ঝলক

SATYAM NEWS
স্বাভাবিক কারণেই এপারের সকলে সেই আলোর ঝালকে চমকে উঠেছে। আমরা জানি গত প্রায় দুমাস ধরে বাংলাদেশ ছিল উত্তাল। তার পরে ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আসার পরে ওই দেশে এক আরাজক পরিস্থিতি তৈরী হয়। হাজার হাজার মানুষ অত্যাচারের ভয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করে। সচেতন থাকে BSF। ফলে অধিকাংশ ক্ষেত্রেই তাদের ভারতে প্রবেশ আটকানো গেছে। এর আগেই আমরা দেখেছি,একবুক জলে দাঁড়িয়ে ভারতে আসার জন্য কাতর আর্তি জানাতে দেখা গিয়েছিল বাংলাদেশি হিন্দুদের। সম্প্রতি এমনই দৃশ্য দেখা গিয়েছে কোচবিহারে। এছাড়াও জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরেও এই একই দৃশ্য দেখা গিয়েছে। তবে প্রতি ক্ষেত্রেই বিএসএফ আটকে দিয়েছে সেই সব বাংলাদেশিদের। তাদের ভারতে ঢুকতে দেওয়া হয়নি।
সামনে ১৫ আগস্ট। এই মুহূর্তে আরো সচেতন BSF। তারা কোনো ফাঁক রাখতে চাইছে না। এই অবস্থায় তারা সীমান্তে নজরদারি অনেকটা বাড়িয়ে দিয়েছে। এরই মাঝে এবার নদিয়ার কাছে বাংলাদেশ সীমান্তের ওপর রাতের অন্ধকার আকাশে আলোচর ঝলকানি দেখা গেল। যা নিয়ে ঘনিয়ে আসে রহস্য। আলোচর ঝলকানি কোনও ক্ষেপণাস্ত্র না ড্রোনের তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল স্থানীয়দের মধ্যে। তবে এলাকায় গিয়ে পরিস্থিতি শান্ত করে বিএসএফ। জানা গিয়েছে, সেই আলো আদতে বিএসএফ ব্যবহার করে। অন্ধকারে দূর পর্যন্ত দেখতে আকাশে এই আলো ছুঁড়ে দেওয়া হয়। ১৫ অগস্টের আবহে বিশেষ নজরদারির অংশ হিসেবে বিএসএফ সীমান্তে সেই আলো ব্যবহার করছে। পরে গ্রামবাসীদের বিষয়টি বুঝিয়ে হলা হয়। সমস্ত বিষয়টা তখন পরিষ্কার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *