পঞ্চায়েত নির্বাচনের পদ্ধতি নিয়ে কোর্টের দ্বারস্থ কংগ্রেস নেতা অধীর চৌধুরী !

SATYAM NEWS

নিউস ডেস্ক : আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেস সূত্রে খবর, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদন জানাবেন অধীর চৌধুরী। মনোনয়নপত্র যাতে অনলাইনে পেশ করা যায়, সেই বন্দোবস্ত করুক রাজ্য নির্বাচন কমিশন, সেই আর্জিও মামলায় উল্লেখ করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। অধীরের আর্জি বিডিও বা এসডিও-র কাছে মনোনয়নপত্র পেশ করতে সমস্যা হলে কমিশন বা জেলা বিচারকের কাছে পেশ করার যেন সুযোগ দেওয়া হয় প্রার্থীদের। বিধান ভবন সূত্রে খবর, আজ শুক্রবার প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চাইবেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য নির্বাচন কমিশনর রাজীব সিনহা পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন । আগামী ৮ জুলাই একদফাতেই পঞ্চায়েত ভোট হবে এমনটাই জানা গেছে। দার্জিলিং-কালিম্পং জেলায় দ্বিস্তরীয় পঞ্চায়েত ভোট। বাকি জেলাগুলিতে হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন।সকাল ৭টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোট গণনা ১১ জুলাই। কিন্তু ভোটে সুরক্ষার দায়িত্ব কার? রাজ্য পুলিশ নাকি কেন্দ্রীয় বাহিনী? এ নিয়ে ইতিমধ্যেই চাপানউতোর শুরু হয়ে গিয়েছে শাসক-বিরোধী শিবিরে। যদিও রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা রাজ্য পুলিশের উপর আস্থা রাখার বার্তা দিয়েছেন। তবে বিরোধীদের দাবি, শান্তিপূর্ণ ভোট করাতে হলে কেন্দ্রীয় বাহিনীই দরকার। এ পরিস্থিতিতে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *