২রা মে থেকে গরমের ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

SATYAM NEWS

স্টাফ রিপোর্টার, কলকাতা : রাজ্যজুড়ে চলছে তাপপ্রবাহ, তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছে। এই কারণে অসুস্থ হয়েছে পড়ছে শিশুরা। সে কারনেই আগামী ২ মে থেকে গরমের ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, গরমে বাচ্চাদের কষ্ট হচ্ছে। অনেক বাচ্চার নাক দিয়ে রক্ত বের হচ্ছে। এই অবস্থায় তিনি ২ মে থেকে গরমের ছুটি ঘোষণা করার নির্দেশ দিয়েছেন রাজ্যের শিক্ষা দফতরকে।

উল্লেখ্য, গোটা সপ্তাহ জুরেই রাজ্যের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। যা আগামী ২-৩ দিন ও বজায় থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূমে তাপপ্রবাহের সরাসরি প্রকোপ পড়বে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলী ও দুই পরগনায় সতর্কতা না থাকলেও পরিস্থিতি একই রকম থাকবে।

স্বভাবতই গরমের জন্য অভিভাবকেরা সকালে স্কুল করার বা সময় এগিয়ে আনার দাবী জানিয়েছিলেন। এতিমধ্যেই বেশ কিছু স্কুলে পঠন পাঠনের সময় সীমা কমিয়ে দেওয়া হয়েছে। এবার গরমের ছুটির অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *