কেকেআরের মেন্টর হিসেবে থাকবেন কি গৌতম গম্ভীর? ১০ বছরের জন্য ‘ব্ল্যাঙ্ক চেক’ দিয়েছেন শাহরুখ!
কেকেআরের মেন্টর হিসেবে থাকবেন কি গৌতম গম্ভীর? ১০ বছরের জন্য ‘ব্ল্যাঙ্ক চেক’ দিয়েছেন শাহরুখ!
আইপিএল ফাইনালের পর নতুন জল্পনা ক্রিকেট দুনিয়ায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় দলের কোচ হিসেবে গৌতম গম্ভীরের নাম ঘুরছে। এই পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সূত্রের খবর, আইপিএলের এই মরসুমের শুরুতেই গম্ভীরকে কেকেআরের মেন্টর হিসেবে ১০ বছরের জন্য চুক্তি দেওয়া হয়েছিল। শাহরুখ খানের মালিকানাধীন এই দলের হয়ে গম্ভীর কত টাকা পাবেন, তা নির্ধারণের অধিকার ছিল স্বয়ং গম্ভীরের হাতেই।
কিন্তু যদি গম্ভীর ভারতীয় দলের কোচ হন, তাহলে কেকেআরের মেন্টরের দায়িত্ব সামলাতে পারবেন না তিনি। এই পরিস্থিতিতে গম্ভীর কেকেআরের সাথে থাকবেন কি, নাকি ভারতীয় দলের কোচের দায়িত্ব নেবেন, সেটা নিয়েই জল্পনা চলছে।
উল্লেখ্য, গম্ভীরের অধীনেই কেকেআর এই আইপিএল মরসুমে ফাইনালে উঠেছিল। আর অসামান্য জয় ছিনিয়ে এনেছিল শাহরুখের নাইটরা।