এস এস কে এম কে ঢাল বানিয়ে লাভ হলো না অনুব্রতর

SATYAM NEWS

আজ সিবিআইয়ের হাজিরা এড়িয়ে ডাক্তার দেখাতে এস এস কে এম হাসপাতালে পৌঁছন অনুব্রত মণ্ডল। সোমবার বেলা ১২টার কিছু পরে হাসপাতালে পৌঁছে পায়ে হেঁটে উডবার্ন ওয়ার্ডে ঢোকেন তিনি। অনুব্রত আসার আগেই বুক করে রাখা হয় উডবার্ন ব্লকের ২১৬ নম্বর কেবিন। তবে তাঁকে হাসপাতালে ভর্তি নেওয়া হয়নি

এদিন হাসপাতালে ঢোকার সময় সংবাদমাধ্যমের কোনও প্রশ্নের জবাব দেননি অনুব্রত। তবে ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, তাঁর কাশি রয়েছে। সঙ্গে ঘাড়ে ও মাথার পিছনে ব্যাথা। এছাড়া ফিসচুলার সমস্যা রয়েছে তাঁর।

হাসপাতাল সূত্রে খবর, অনুব্রতকে পরীক্ষা করে তাঁকে ভর্তি নেওয়া প্রয়োজন রয়েছে কি না তা নিয়ে সিদ্ধান্ত নিতে বসে চিকিৎসকরা। ইতিমধ্যে আদালতের মন্তব্যে চাপে রয়েছে এস এস কে এম কর্তৃপক্ষ। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর এস এস কে এম-এর ভূমিকার সমালোচনা করেছে কলকাতা হাইকোর্ট। এস এস কে এম কর্তৃপক্ষ অভিযুক্তদের আত্মগোপনের সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য করে আদালত। ফলে অনুব্রতকে ভর্তি করার আগে চিকিৎসাশাস্ত্রের যাবতীয় বিধিনিয়ম খতিয়ে দেখে জানানো হয়ে তাকে ভর্তি নেওয়ার প্রয়জন নেই ।

গরুপাচার কাণ্ডের তদন্তে সোমবার অনুব্রতকে হাজিরা দিতে ইমেল করেছিল সি বি আই. সেই ইমেলের জবাবে অনুব্রত হাজিরা দেবেন না বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে হাজিরা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েচেন তিনি। ওদিকে এবার অনুব্রতর বিরুদ্ধে কড়া পদক্ষেপের ভাবনা চিন্তা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *