আম নিয়ে বিতর্ক
সমীরণ দাস, কলকাতা: চলছে আমের মরশুম। আলফানসো, বুগণপল্লি, হিমসাগর, ফজলি আম বাজারে চেয়ে গেছে। এরই মধ্যে বিতর্ক একটি আম নিয়ে। দেখতে ফজলির থেকে বড় আর স্বাদ হিমসাগরের মতন। এক একটির ওজন ১কিলো থেকে ১.৫কিলো।বেহালার সেনপল্লির রীনা বৌদির বাড়ীতে বছরের পর বছর ধরে হয়ে আসছে এই আম। নাম না জানায় শাশুড়ির নাম দিতে চাইছেন এই আমটির। মত সাপেক্ষে এটি চ্যাটার্জি আমের প্রজাতি। বাণিজ্যিকভাবে সফল না হওয়ায় আজ লুপ্ত প্রায় এই প্রজাতিটি। exclusive প্রতিবেদন।