সাত সকালে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ক্যানিং লোকাল
সোমবার সকালে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ক্যানিং লোকাল। স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় রক্ষা পেল লোকাল ট্রেন। এলাকার মানুষ লাইনের ফাটল দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে হাত নাড়িয়ে ট্রেনটিকে দাঁড় করান। এদিন সকালে আপ সোনারপুর ক্যানিং লোকাল। সোমবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার কালিকাপুর ও বিদ্যাধরপুর স্টেশানের মাঝে রেললাইনে ফাটল দেখতে পান স্থানীয়রা মানুষেরা ।
আজ সকালে ক্যানিং থেকে সোনারপুরের দিকে আসছিল একটি ট্রেন। এরপর চালক ট্রেনকে দাঁড় করায়। স্থানীয়দের তত্পরতায় দুর্ঘটনার হাত থেকে বাঁচল আপ ক্যানিং সোনারপুর লোকাল।
এরপর চালক এবং গার্ড ট্রেন থেকে নেমে লাইনে ফাটল দেখতে পান। খবর পাওয়ার পর তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলকর্মীরা। রেল দফতরের ইঞ্জিনিয়ারদের খবর দেওয়া পর লাইনে মেরামতির কাজ শুরু করা হয় । স্থানীয়দের এই তত্পরতাকে সাধুবাদ জানিয়েছেন রেল কর্মীরা।