আর জি কর কান্ড নিয়ে উদ্বিগ্ন স্বস্তিকা

SATYAM NEWS
বাংলা বিনোদন জগৎ মানেই তো শাসকদল। ফলে প্রথমিকভাবে দলের নির্দেশ না আসা পর্যন্ত বিনোদন জগতের একটা বড়ো অংশ নীরব থাকলেও সকলে কিন্তু নীরব নয়। এই বিষয়ে মুখ খুলেছেন স্বস্তিকা। স্বস্তিকা বলছেন, এমন মর্মান্তিক ঘটনার পরেই রাজনীতি শুরু করেছে সিপিএম, বিজেপি ও তৃণমূল। এটা এখুনি বন্ধ হওয়া দরকার। এসব দেখে স্বস্তিকা আশঙ্কা করছেন যে আসল ঘটনা না ধামাচাপা পড়ে জয়ম তাই তিনি রাজনীতির রংকে দূরে সরিয়ে রেখেই প্রতিবাদে নামতে বলেছেন সকলকে। বিজয়া সিরিজ খ্যাত অভিনেত্রী এদিন লেখেন, ‘আরজি করের ঘটনা নিয়ে কেউ সিপিএম, তৃণমূল, বিজেপি করতে এলে তাকে প্রত্যাখ্যান করা হোক। তবে স্বস্তিকা হয়তো জানেন না যে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীরা স্পষ্ট বলেছেন, আন্দোলনে অংশ নিতে হলে কোনো দলীয় পতাকা আনা চলবে না।
স্বস্তিকা বলেন, এমন নির্মম ঘটনা যেন কামদুনি না হয়ে ওঠে। দ্রুত সমস্ত অপরাধীকে গ্রেফতার করে বিচার সম্পন্ন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *