মহাপ্রভু শ্রীশ্রী চৈতন্যের ভাব বিপ্লবের কয়েকটি বাণী

SATYAM NEWS
বাংলার বুকে এক গভীর যুগ-সংকটের মুহূর্তে মহাপ্রভু চৈতন্য দেবের জন্ম। তিনি উপলব্ধি করেছিলেন, মানুষের প্রতি মানুষের ‘প্রেম’ বিস্তার করতে না পারলে মানুষ নিজেদের অস্তিত্বর সংকটে পড়বে। তাই ভগবত প্রেমের মধ্য দিয়েই তিনি মানব প্রেমের কথা বলতেন। তিনি বলতেন শুধুই ভগবানের নাম নাও। সেই তোমার কষ্ট দূর করবে। মহাপ্রভু চৈতন্য ছাড়া কেটে তাঁর সেই ভগবত প্রেমের বাণী প্রচার করতেন।
২) কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন
চারি যুগে চারি ধর্ম জীবের কারণ।
৩) রাত্রি দিন নাম লও খাইতো শুইতে
তাহার মহিমা বেদের নাহি পারে দিতে।
৪) সুন্দর মিশ্র, কলিযুগ নাহি তপ যঞ্জ
যেইজন ভজে কৃষ্ণ তার মহা ভাগ্য।
৫) অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া
কুটিনাটি পরিহরি একান্ত হইয়া।
৬) সাধ্য-সাধন তত্ত্ব যা কিছু সকল
হরিনাম সংকীর্তনে মিলিবে সকল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *