বাংলায় সৌরভের শিল্প কি আদৌ হবে? আদালতের কথায় বিপাকে সৌরভ ও রাজ্য সরকার

SATYAM NEWS
আসল সমস্যা হলো পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে ফিল্ম সিটি গড়ার জন্য রাজ্য সরকার ইতিমধ্যে ৭৫২ একর জমি বরাদ্দ করেছিল। কাউকে কিছু না জানিয়ে সেই জমি থেকে ৩৫০ একর জমি রাজ্য সৌরভাকে ১টাকার বিনিময়ে দিয়ে দিয়েছে। সরকারের এহেন সিদ্ধান্তের বিরোধিতা করে মামলা ঠুকেছে প্রয়াগ গ্ৰুপ। পিটিশনে উল্লেখিত করা হয়েছে যে প্রয়াগ গ্রুপকে না জানিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রায়গ গ্রূপের দাবি, প্রস্তাবিত ফিল্ম সিটি প্রকল্পে ইতিমধ্যেই ২,৭০০ কোটি টাকা বিনিয়োগ করেছে গোষ্ঠী।
সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ আদালত। আদালত স্পষ্ট জানিয়েছে, ওই জমি সৌরভকে কোন আইনের সাহায্যে দান করা হয়েছে, তার ব্যাখ্যা দিতে হবে। একই জমি একজনের কাছে হস্তান্তর করে, পরে তা অন্য কাউকে কোন আইনে দেওয়া যায়। ডিভিশন বেঞ্চের পক্ষে বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায়ের জানিয়েছেন , হলফনামায় রাজ্য সরকারকে ব্যাখ্যা করতে হবে যে টেন্ডার আরোপ সহ আইনি বিধান অনুসারে সৌরভ গঙ্গোপাধ্যায়কে জমি লিজে দেওয়া হয়েছিল কিনা। স্বাভাবিক কারণেই গভীর সংকতে রাজ্য সরকার ও সৌরভ গঙ্গোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *