২২এ এপ্রিল রেড ভলেন্টিয়ার দিবস পালিত হলো সিঙ্গুর স্কুলমোড়ে
২২এ এপ্রিলরেড ভলেন্টিয়ার দিবস পালিত হলো সিঙ্গুর স্কুলমোড়ে ।সঙ্গে আয়োজন করা হয়েছিল চক্ষুদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির।২৫জন ব্যাক্তি মরণোত্তর চক্ষুদান করেন।করোনা আবহে যে সমস্ত ব্যাক্তিরা রেড ভলেন্টিয়ার দের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন অক্সিজেন পরিষেবা দিয়ে,অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে,অক্সিজেন সিলিন্ডার কিনে দিয়ে,অক্সিমিটার কিনে দিয়ে তাদের সম্বর্ধনা দেওয়া হয়।সঙ্গে রেড ভলেন্টিয়ার এই অঙ্গীকার করে কোভিড পরিস্থিতির মতোই যেকোনো প্রয়োজনে যেকোনো বিপদে রেড ভলেন্টিয়ার মানুষের পাশে থাকবে।