”রাঞ্চো” কি ভারতের রাষ্ট্রপতি হতে পারে ?
সৌভিক সাহা , কলকাতা – হ্যা ঠিক বুঝেছেন হিন্দি সিনেমা ৩ ইডিয়ট এর চরিত্র রাঞ্চো বা রণছোড়দাস শ্যামলদাস চঞ্চদ বা ফুনসুখ ওয়াংডু যে ভাবেই আপনার মনে থাকুক না কেন একবার ভাবুন তো ওই আমির খানের চরিত্র টা কেন রাষ্ট্রপতি হতে পারে না !
ভারতবর্ষের প্রেসিডেন্ট ছিলেন স্বনামধন্য ব্যাক্তিত্বরা যেমন ডাক্তার রাজেন্দ্র প্রসাদ , সর্বপল্লী রাধাকৃষ্ণান , জাকির হোসেন , ভি ভি গিরি , ফখরুদ্দিন আলি আহমেদ , বি ডি জাট্টি , নীলম সঞ্জীব রেড্ডি , জ্ঞানী জৈল সিং , মহম্মদ হিদায়াতুল্লাহ , রামাস্বামী ভেঙ্কটারমন , শঙ্কর দয়াল শর্মা , কে আর নারায়ণ , আবুল পাকির জয়নুলাবদিন আব্দুল কালাম, প্রতিভা পাতিল, প্রণব মুখার্জি ও বর্তমানে শ্রী রাম নাথ কোবিন্দ। এখানে থেকে আপনার পছন্দের প্রেসিডেন্ট বেঁচে নিতে হলে আমাদের অভিমত অনেকেই এক বাক্যে এ পি জে আব্দুল কালাম কে বেছে নেবেন কারণ তার বিজ্ঞান প্রেম ও জীবন যুদ্ধের জন্যে , তাকে মিসাইল ম্যান ও বলে হয়ে থাকে। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা কোনোভাবেই আমাদের দেশের বাকি প্রেসিডেন্টদের ছোট করছি না বা কম গুরুত্ব দিচ্ছি না কিন্তু সকলের প্রিয় , বিজ্ঞান মনস্ক , কোনো রাজনৈতিক রঙের বাইরে এরকম একজন ব্যক্তিও কি ভারত মহাদেশে নেই যাকে প্রেসিডেন্টের আসনে বসিয়ে তার কৃতিত্বকে মর্যাদা দেয়া যেতে পারে এবং দৈনন্দিন জীবন শৈলীতে পরিবর্তন বা আছে দিন আনা যেতে পারে। আমরা মানতে নারাজ এমন কোনো ব্যাক্তি নেই আমাদের এই মহান দেশে !
আপনারা নিশ্চই ভাবছেন আমির খান বা রাঞ্চোর কথা কেন বলছি ?
না আমরা ফিল্মস্টার আমির খান এর কথা বলছি না তবে আমরা তার দ্বারা অভিনীত রাঞ্চো চরিত্র যাকে নিয়ে লেখা সেই সোনম ওয়াংচুক এর কথা বলছি।
অনেকেই জানেন কে এই সোনম ওয়াংচুক আজকের ইন্টারনেটের দুনিয়ায় তিনি একাধারে ইঞ্জিনিয়র , সায়েন্টিস্ট ও এবং শিক্ষা সংস্কারবাদী তিনি লাদাখের স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্টের প্রতিষ্ঠাতা-পরিচালক। ইতিমধ্যেই তার সোশ্যাল এক্সপেরিমেন্টস ও কাজের জন্য তিনি সাসটেইনেবল আর্কিটেকচারের জন্য গ্লোবাল অ্যাওয়ার্ড (২০১৭), ফ্রেড এম প্যাকার্ড অ্যাওয়ার্ড (২০১৬), রিয়েল হিরোস অ্যাওয়ার্ড (২০০৮) এ ভূষিত হয়েছেন। তার কিছু কীর্তির কথা আমরা আজ জেনে নেবো
তার সর্বশেষ এক্সপেরিমেন্ট আইস স্তুপা সারা বিশ্বের দরবারে বাহবা কুড়িয়েছে। আইস স্তুপা বা বরফ এর স্তুপ হল হিমবাহ গ্রাফটিং কৌশলের একটি রূপ যা কৃত্রিম হিমবাহ তৈরি করে, শীতের জলকে শঙ্কু আকৃতির বরফের স্তূপের আকারে সংরক্ষণ করার জন্য ব্যবহৃত হয়। গ্রীষ্মকালে, যখন ওই সব বরফ ঢাকা এলাকায় জলের অভাব হয়, তখন বরফের স্তূপ গলে যায় যা ফসলের জন্য জল সরবরাহ করে যাতে গোটা এলাকাবাসী উপকৃত হয়ে।
SECMOL – লাদাখের স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট হল ভারতের লাদাখে অবস্থিত একটি ভারতীয় বেসরকারি সংস্থা , এই সংস্থা SECMOL হলো একটি অল্টারনেটিভ স্কুল যা লেহ-এর কাছে পরিবেশ বান্ধব একটি ক্যাম্পাস জে স্কুলের কথা ও কাহিনী ফুটে উঠেছিল ৩ ইডিয়টস সিনেমায়
তিনি লেহ ভিত্তিক লাদাখের একমাত্র প্রিন্ট ম্যাগাজিন ”লাদাগস মেলং”-এর সম্পাদক হিসেবে প্রতিষ্ঠা ও কাজ করেছেন জে ম্যাগাজিনের দ্বারা লেহ অঞ্চলের মানুষদের অনুপ্রেরণা জুগিয়েছেন তার কাজের মাধ্যমে । জুন ১৯৯৩ থেকে আগস্ট ২০০৫ পর্যন্ত
কিছুদিন আগেই ভারতীয় সেনাবাহিনীর জন্য তিনি তৈরী করে ফেলেছেন সোলার হিটেড মিলিটারি টেন্ট যা প্রচন্ড ঠান্ডায় থাকা সেনাবাহিনীকে উষ্ণতা দেবে ও বাঁচাবে চরম ঠান্ডার হাত থেকে
এইরকম দেশপ্রাণ , প্রকৃতি প্রেমী , মুশকিল আসান ব্যাক্তিত্ব সোনম ওয়াংচুক কি দাবি রাখেন প্রেসিডেন্ট হওয়ার ? রাজনীতির উর্ধে গিয়ে সর্বসম্মত ভাবে যদি সোনম ওয়াংচুক হন আগামী প্রেসিডেন্ট আমরা মনেকরি তা দেশের স্বার্থে অনেক বেশি লাভবান।
দেশের সকল নাগরিকদের কাছে আমাদের আবেদন দল , রং ভুলে গিয়ে দাবি তুলুন সোনম ওয়াংচুক কে চাই দেশের রাষ্ট্রপতির আসনে #wewantsonamwangchukaspresident