গাড়ির পলিউশন সার্টিফিকেট নিয়ে বড়ো সিদ্ধান্ত সরকারের

SATYAM NEWS
একথা ঠিক যে কোলকাতার মতো শহরে পরিবেশ দুষনের একটা প্রধান কারণ গাড়ির ধোঁয়া। সেই ধোঁয়াতে যাতে কার্বনের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে থাকে তার জন্য পলিউশন সার্টিফিকেট নিতে হয়। যদি সেই সার্টিফিকেট কোনো কারণে ফেল করে সে ক্ষেত্রে জরিমানা ছিল ১০ হাজার টাকা। এই নিয়ে দীর্ঘ দিন ক্ষোভ জানিয়েছে বিভিন্ন গাড়ির সংগঠন। এবার মমতা সরকার সেই ফাইন কমিয়ে আনলেন অনেকটাই। যাদের দু’চাকা কিংবা চার চাকা গাড়ি রয়েছে তাঁরা জানেন গাড়ির দূষণ সম্বন্ধিত শংসাপত্র না থাকলে পরিবহণ দফতরকে মোটা টাকার জরিমানা দিতে হয়। তবে জানা যাচ্ছে, এতদিন যে অঙ্কটা গুনতে হতো সেটা এবার এক ধাক্কায় অনেকখানি কমতে চলেছে। আগে এর জন্য ১০,০০০ টাকা দেওয়ার কথা বলা হলেও এবার সরকারের তরফ থেকে তা মাত্র ২০০০ টাকায় নামিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। স্বাভাবিক কারণেই খুশি গাড়ির মালিকেরা।
পশ্চিমবঙ্গ পরিবহণ দফতরের তরফ থেকে জারি করা এই বিজ্ঞপ্তি দেখে অনেকেই ভীষণ খুশি হয়েছেন। সেই সঙ্গেই জানা যাচ্ছে, রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে বেসরকারি পরিবহণ সংগঠনগুলির বৈঠকের পর এই বিষয়ে আরও তীব্র ইঙ্গিত পাওয়া গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *