‘আমার সঙ্গে ব্যক্তিগত অনেক কথা হয়েছে’ – প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে বর্তমান মুখ্যমন্ত্রী

SATYAM NEWS
ভারতের বামপন্থী আন্দোলনের একজন মহীরুহ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকজ্ঞাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন। মমতা বলেন, ‘বুদ্ধবাবু পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন। কিন্তু মানুষের জগতে বিচরণ করবেন। একজন মানুষ মরে গেলে, তিনি চলে যান, এমন নয়, তিনি বেঁচে থাকেন মানুষের মধ্যে তাঁর কাজের মাধ্যমে। তাঁর আত্মা শান্তি পাক। বারবার তিনি ফিরে আসুন এই বাংলার মাটিতেই।’
তিনি আরো বলেন, ব্যক্তিগত অনেক কথা রয়েছে। আজ বলার দিন নয়। আমি যখন আসতাম, যখন ভালো ছিলেন, অনেক কথা বলতেন। সেগুলো ব্যক্তিগত লেভেলের, সেগুলো বাইরে আনতে চাই না। আমার সঙ্গে দেখা হয়েছে সিঙ্গুর আন্দোলনের সময়ে গোপালগান্ধী যখন রাজ্যপাল ছিলেন, একটা সুন্দর পরিবেশে আলোচনা হয়েছিল। গোপালগান্ধী জিজ্ঞাসা করেছিলেন, ‘বলুন তো ভরা থাক গানটার অন্তরা কী?’ এই ঘটনাগুলো আমার মনে পড়ে। ৯২তে যখন দাঙ্গা হয়, আমি ছুটে গিয়েছিলাম মহাকরণে। কোনও সাহায্যের যদি দরকার পড়ে। রাজ্যে যখনই কোনও পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে রাজনীতির উর্ধ্বে উঠে শান্তি বজায়ের জন্য দরকার সবসময় করেছি। তিনি ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসকে নির্দেশ দিয়ে যান, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর সমস্ত বিষয়টি দেখার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *