কলকাতা পুলিশ সার্জেন্টের তৎপরতায় প্রাণ বাঁচলো সাধারণের
আজ দুপুর দেড়টা নাগাদ তিলজলা ট্রাফিক গার্ডের ওসি ইনস্পেকটর সৌভিক চক্রবর্তীর কাছে খবর আসে, বাইপাসের ওপর বারাসাত থেকে গড়িয়া গামী একটি বাসের ভেতরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বছর ৬৫-র এক যাত্রী। ঘটনাস্থলে পৌঁছে সৌভিক দেখেন, ততক্ষণে অজ্ঞান হয়ে পড়েছেন ভদ্রলোক, দেখে মনে হচ্ছে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। সঙ্গে সঙ্গে কর্মা অ্যাম্বুলেন্স ডেকে রোগীকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করেন সৌভিক, যার পর তাঁকে নিয়ে যাওয়া হয় একটি সরকারি হাসপাতালে। পরিচয়পত্র থেকে ওই যাত্রীর নাম শঙ্কর কর বলে জানা গেছে। চিকিৎসার ফলে আপাতত কিছুটা সুস্থ তিনি, আমাদের তরফে যোগাযোগ করা হয়েছে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে, আস্বস্ত করা হয়েছে তাঁদের। কলকাতা পুলিশের সময়োপযোগী সাহায্য এবং শঙ্করবাবুর সম্ভাব্য প্রাণরক্ষার জন্য প্রভূত কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা।