ভারতীয় পড়ুয়াদের আটকাতেই ফাস্ট ট্রাক ভিসা বন্ধ করে দিল কানাডা

SATYAM NEWS
কানাডার সঙ্গে ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বেশ তলানিতে। সেই পরিস্থিতিতে কানাডা আবার একটা সিদ্ধান্ত নিলেন, যাতে যথেষ্ট বিপাকে পড়বে ভারতীয় পড়ুয়ারা। কানাডায় যে সংখ্যক বিদেশি পড়ুয়া উচ্চশিক্ষার জন্য যায়, তাদের একটা বড় অংশই ভারতীয়। ভারতীয় হাই কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ৪ লক্ষ ২৭ হাজার ভারতীয় পড়ুয়া রয়েছে কানাডায়। নিজস্ব মেধার জোরেই তারা সেখানে যায়। এবার ভারতের সঙ্গে শত্রুতা করতে সেখানেই আক্রমন করতে চাইছে কানাডা সরকার।
ফাস্ট ট্রাক ভিসা বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়বে ভারতের পড়ুয়ারা। মূলত এই জনপ্রিয় ভিসার দৌলতেই কানাডায় পড়তে যেত বিদেশি পড়ুয়ারা। কানাডার এই সিদ্ধান্তে ভারতীয় পড়ুয়াদের কানাডায় যাওয়ার ক্ষেত্রে সমস্যা আরও বাড়বে। ভিসার অ্যাপ্রুভাল পেতে আরও সময় লাগবে। জানা গিয়েছে, কানাডায় টেম্পোরারি রেসিডেন্ট বা অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা কমাতেই এই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে ট্রুডো সরকার। তবে সরকার যুক্তি দিচ্ছে, আন্তর্জাতিক পড়ুয়াদের সমান সুযোগ দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৮ সালে স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম বা এসডিএস নিয়ে আসে কানাডা সরকার। স্নাতক ও স্নাতকোত্তর পড়ুয়াদের জন্য দ্রুত ভিসার পদ্ধতি ছিল এটি। এই প্রোগ্রামের অধীনে ভারত, পাকিস্তান, ব্রাজিল, চিন, কলোম্বিয়া, ভিয়েতনাম, পেরু, ফিলিপিন্স, কোস্টা রিকা, অ্যান্টিগুয়া-বার্বুডা, সেনেগালের মতো দেশের বাসিন্দারা এই ভিসায় আবেদন করতে পারতেন। এখন খুবই সমস্যায় পড়বে ভারতীয় পড়ুয়ারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *