রাজ্য সরকারের অনুমতি মিলল করোনা পরিস্থিতিতে দর্শকশূন্য আসনেই ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ আয়োজিত হতে চলেছে আগামীকাল।
রিপোর্ট- জয় গুহ, কলকাতা: শনিবার সরস্বতী পুজোর দিন ডোনার বাড়ির সরস্বতী পূজায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় তথা প্রাক্তন ভারত অধিনায়ক। তার কথায় ইতিমধ্যেই ভারতীয় দলের বেশ কিছু খেলোয়াড় প্রায় ৭ থেকে ৮ জন কোভিড আক্রান্ত হয়েছেন। তাই কোন প্রকার ঝুঁকি না নিয়ে দর্শকশূন্য ইডেনে খেলা হবে বলে জানান পাশাপাশি ভারতীয় দল এই টেস্টে ভালো ফল করবে বলেও তিনি আশাবাদী। অন্যদিকে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের সকলে উচ্ছ্বসিত। অন্যদিকে এ বছর ডোনার বাড়ির সরস্বতী পূজায় নেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের কন্যা সানা গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায় নিজেও।