অনন্তপুর খানকায় তিরিশ তম বার্ষিক মজলিস
বাবু হক,হাওড়া:- পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শ্যামপুর থানার অনন্তপুর গ্রামে অনন্তপুর খানকায় তিরিশ তম বার্ষিক মজলিস আজকে রবিবার ছয় মার্চ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত হয়। চিশতীয়া এমদাদীয়া হালিমীয়া অনন্তপুর খানকার প্রতিষ্ঠাতা, প্রাক্তন শিক্ষক,কবি,সাহিত্যিক, লেখক ও গ্রামীণ চিকিৎসক নানান ধরনের পুস্তকের লেখক আলহাজ্ব আইউব আলী খান অনন্তপুরীর পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে তিরিশ তম বার্ষিক মজলিস। ইসলাম ধর্মীয় আধাঁরে পবিত্র কোরআন, হাদিস শরীফ, পয়গম্বর,ওলী,আউলিয়া , ফকির, দরবেশ, পীরের অলৌকিক ঘটনা,জীবনী থেকে আলোচনা করা হলো। বিশ্বের সকলের জন্য শিক্ষা সচেতনতা সুখ শান্তি সমৃদ্ধি মঙ্গল কামনা করে মিলাদ মাহফিল ও মোনাজাত বিশেষ প্রার্থনা করা হয়। মজলিসে খানকার ভক্ত শিষ্য মুরিদান মেহমান সমাজের বিভিন্ন স্তরের ধর্ম প্রান মানুষ বিভিন্ন বয়সের মহিলা ও পুরুষ পর্দার অন্তরালে থেকে অংশগ্রহণ করেন। বিভিন্ন আলোচক ধর্মীয় আলোচনায় অংশ নেন। উপস্থিত সকলকে শিন্নি ও তাবারুক দেওয়া হয়। দিনকে দিন খানকার প্রচার প্রসার ও ব্যাপ্তি ঘটে চলেছে বলে জানান বিশিষ্ট কবি সমাজকর্মী ও রাজনৈতিক ব্যাক্তিত্ব আসিত সাউ আমাদের প্রতিনিধিকে।