হাসিনার বিরুদ্ধে এবার অপহরনের মামলা

SATYAM NEWS
নতুন সরকার কী শেখ হাসিনাকে চারি দিক থেকে বেঁধে ফেলতে চাইছে? এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক। ৫ তারিখ হাসিনা দেশ ছাড়ার পরেই একদিকে আওয়ামিলিগের নেতা মন্ত্রী ও কর্মীদের উপর যেমন আক্রমন শুরু হয়েছে, ঠিক তেমনই হাসিনার বিরুদ্ধে একের পর এক অভিযোগ করা হচ্ছে আদালতে। দুই দিনে দুই মামলার মুখোমুখি বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামী লিগ প্রধান শেখ হাসিনা। এবার এই মামলায় শেখ হাসিনা-সহ পাঁচজনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনা হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরির আদালতে এই আবেদন করেছেন সোহেল রানা নামে এক আইনজীবী। এই আবেদনের বিষয়ে শুনানি হয়। তবে শুনানি হলেও এখনও কোনও নির্দেশ বিচারক দেননি বলে জানিয়েছেন মামলাকারী সোহেল রানা। এখন দেখার সেই মামলার জল কোথায় গড়ায়?
ওই মামলায় হাসিনা ছাড়াও অভিযোগ আনা হয় সদ্য প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সদ্য প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হক, প্রাক্তন আইজিপি শহিদুল হক, প্রাক্তন র্যাব ডিজি বেনজির আহমেদের বিরুদ্ধেও। র্যাবের আরও ২৫ সদস্যকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে।নিজের অভিযোগে সোহেল রানা জানিয়েছেন, ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি রাতে তাঁকে অপহরণ করা হয়েছিল। বন্ধুর সঙ্গে ফেরার সময় একটি গাড়িতে তোলা হয় তাঁকে। এবং শারীরিক নির্যাতন করা হয়। তিনি আর রাজনীতি করবেন কি না, জানতে চাওয়া হয়েছিল। তিনি না বলার পর তাঁকে ছাড়া হয়। এখন আদালতের বক্তব্যর উপর সমস্ত বিষয়টা নির্ভর করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *