সাধক বুদ্ধদেবের জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ বাণী
ভারত থেকে শুরু কর বিশ্বের বহু জায়গায় শান্তির বাণী প্রচার করেছেন মহামুনি গৌতম বুদ্ধ। সেই বাণী অনুসরণ কর বিশ্ববাসী জীবনে শান্তির পথ খুঁজে পায়। তাঁর অন্যতক কয়েকটি বাণী হলো –
১) অতীতকে প্রাধান্য দিও না, ভবিষ্যত নিয়ে দিবাস্বপ্নও দেখবে না। তার চেয়ে বরং বর্তমান মুহূর্ত নিয়ে ভাবো।
২) সবকিছুর জন্য মনই আসল।
সবার আগে মনকে উপযুক্ত করো, চিন্তাশীল হও। আগে ভাবো তুমি কী হতে চাও।নিজের মনকে নিজের নিয়ন্ত্রনে আনার চেষ্টা করো।
৩) মানুষের জীবন ভুল ও ঠিকের সমন্বয়ে গঠিত। তাই জীবনের প্রথমেই ভুল হওয়া মানেই এই নয় এটিই সবচেয়ে বড় ভুল। এর থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যাও। খুঁজে নাও সঠিক পথ।
৪) মানুষ সুখের সন্ধানে সারা জীবন কষ্ট কর কাটিয়ে দেয়। কিন্তু সুখ কোথায়? সুখের জন্ম হয় মনের গভীরে। এটি কখনও বাইরের কোনো উৎস থেকে আসে না। সুখ কখনও আবিষ্কার করা যায় না। এটি সবসময় তোমার কাছে আছে এবং থাকবে। তোমাকে কেবল দেখার যোগ্যতা অর্জন করতে হবে।
৫) ত্যাগ ও করুণাই বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তি। এই শক্তিই মানুষের জীবনের প্রকৃত ধর্ম।
৬) অন্যকে কখনও নিয়ন্ত্রণের চেষ্টা করো না, নিয়ন্ত্রণ করো কেবল নিজেকে। আলোকিত হতে চাইলে প্রথমে নিজের মনকে নিয়ন্ত্রণ করো।
৭) ঘৃণায় কখনও ঘৃণা দূর হয় না। অন্ধকারে আলো আনতে তোমাকে কোনো কিছুতে আগুন জ্বালতেই হবে। সেই আগুন জ্বালাবে নিজের মনের গভীরে।