লক্ষাধিক টাকা প্রতারণার দায়ে ৩ মহিলা সহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ।
লক্ষাধিক টাকা প্রতারণার দায়ে ৩ মহিলা সহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ।
প্রচুর সাধারণ মানুষের থেকে লক্ষ্য লক্ষ্য টাকা সুদে ধার নিত একটি অসাধু চক্র।সুদ সহ আসল টাকা ফিরত দেওয়ার নাম করে বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা ধার নিত বলে বেশ কয়েকটি অভিযোগ জমা পরে এনজেপি থানায়।বৃহস্পতিবার রিঙ্কি দাশ নামে এক প্রতারিত মহিলা নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ করেন। পুলিস সূত্রে জানা গেছে গৌতম দাশ এবং তার সঙ্গীরা মিলে তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা ধার নেয় কিন্তু সে টাকা ফেরত দেয় না। তখনই অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।অবশেষে এই ঘটনায় শুক্রবার তিন মহিলা সহ গৌতম দাশ কে গ্রেপ্তার করে।ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ প্রাথমিক ভাবে জানতে পারে এদের অনেকে বড় একটি অসাধু চক্র আছে বলে মনে করা হচ্ছে,এরা এখনও পযন্ত তারা সাধারণ মানুষের থেকে প্রায় ৩০থেকে ৩৫লক্ষ টাকা আত্মসাত করেছে।ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।