সীমান্তে কাঁটাতার বসাতে তৎপর ভারত সরকার
গত কয়েকদিন ধরে বাংলাদেশে চলেছে চূড়ান্ত অরাজক পরিস্থিতি। ৫ তারিখ শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই শুরু হয় ভারত বিরোধী, হিন্দু বিরোধী কার্যক্রম। সেই পরিস্থিতিতে স্বাভাবিক কারণেই ওপার বাংলা থেকে রাজনৈতিক ও ধৰ্মীয় কারণে বহু মানুষ আত্ম রক্ষার জন্য এপার বাংলায় চলে আসতে চাইছে। এই বিষয়ে ইতিমধ্যে বাংলাদেশের নব ঘোষিত প্রধানমন্ত্রী মহম্মদ ইউনিসের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী।
রাজ্যে ২২০০ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। তারমধ্যে এখনও পর্যন্ত ১৬০০ কিলোমিটার এলাকায় কাঁটাতার বসেছে। যে এলাকায় কাঁটাতার বসেনি তাঁর অনেকটাই আবার নদী দিয়ে ঘেরা। তবে নদী ছাড়া যে এলাকা রয়েছে এবার সেখানে কাঁটাতার বসাতে কোমর বেঁধে নেমে পড়েছে প্রশাসনের কর্তারা। সমস্যা হচ্ছে, এই বিস্তীর্ণ অঞ্চল দিয়ে ভারতে প্রবেশের জন্য সচেষ্ট ওপার বাংলার মানুষ। তৎপর ভারত প্রশাসন, তৎপর রাজ্য সরকার। ২২৪ কিলোমিটার সীমান্তে কাঁটাতার বসানোর জন্য তৎপরতা বাড়িয়েছে রাজ্য সরকার। জমির বন্দোবস্ত করতেও চলছে খোঁজ। ওই গোটা এলাকার মধ্যে ৪৩ কিলোমিটার জমি অধিগ্রহণের কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে বলে খবর। ইতিমধ্যেই আবার রাজ্য মন্ত্রিসভা ২৬৭ কিমি জমি কেনার ব্যাপারে ছাড়পত্র দিয়ে দিয়েছে। চলেছে কাজ। সদা সতর্ক BSF। এই মুহূর্তে এই বিপল অনুপ্রবেশকে আটকানো BSF এর কাছে একটা বড়ো চ্যালেঞ্জ।