ট্রাম্প বিজয়ী হলে রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধ করার উদ্যোগ নেবেন
ট্রাম্প মনে করেন জো বাইডেনের অন্যতম নেগেটিভ কাজ হয়েছে ইউক্রেনকে অস্ত্র সাহায্য করা। এতে যেমন আমেরিকার অস্ত্র ভান্ডার কমে আসছে, তেমনই বিশ্বে যুদ্ধের ত্রাস বেড়ে চলেছে। সূত্র মাধ্যমে জানা যাচ্ছে, জুলাইতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলার সময় ট্রাম্প বলেছিলেন, নভেম্বরের নির্বাচনে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে কিয়েভ এবং মস্কোর মধ্যে দ্বন্দ্ব দ্রুত শেষ করতে কার্যকর উদ্যোগ নেবেন। এর আগে জুন মাসে ট্রাম্প বলেছিলেন, তিনি ইউক্রেনে কয়েক বিলিয়ন ডলারের অর্থ সহায়তা বন্ধ করবেন। সত্যিই যদি তিনি এই উদ্যোগ নিতে পারেন, তাহলে বিশ্বের বহু মানুষের কাছ থেকে তিনি ধন্যবাদ পাবেন।
যদিও ট্রাম্পের জয় নিয়ে সন্দীগ্ধ কূটনৈতিক মহল। সম্প্রতি নর্থ ক্যারোলিনার এক সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বিরক্তি প্রকাশ করে বলেন, বাইডেন প্রশাসন সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তারা বলতে চেয়েছে, আমাদের কাছে কোনো গোলাবারুদ নেই। আপনারা কী জানেন- কেন গোলাবারুদ নেই? ট্রাম্প নিজেই এ প্রশ্নের জবাব দিয়ে বলেন, আমরা ইউক্রেন এবং বিভিন্ন জায়গায় সব গোলাবারুদ উজাড় করে দিয়েছি। এই অবস্থা বন্ধ করতেই হবে।