এবার শেখ হাসিনার সমর্থনে বাংলাদেশে বিশাল মিছিল
৫ তারিখ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই অভিযোগ ওঠে আওয়ামী লিগের নেতাদের উপর অত্যাচারের। দেখা যায়, একাংশ নেতা ভয়ে ভারতে এসে আশ্রয়ও নেন। কারও বাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে, তো কাউকে মারধর করার অভিযোগ ওঠে। এরপর আজ আওয়ামী লিগের এই মিছিল কার্যত প্রশ্ন তুলছে তাহলে কি এখনও হাসিনাকে চায় বাংলাদেশ? হয়তো হারিয়ে যায় নি শেখ হাসিনার সমর্থন। তাই দেখা গেলো সোমবার বিকেলে।
সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ আলফাডাঙা জেলার ডাকবাংলো-সংলগ্ন উপজেলা আওয়ামী লিগের কার্যালয় থেকে মিছিলটি বের হয়। হাজার-হাজার আওয়ামী কর্মী সমর্থ থেকে শুরু করে আলফাডাঙার ছটি ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার জনপ্রতিনিধি অংশ নেন বিক্ষোভ কর্মসূচিতে। বিক্ষোভকারীরা জোরাল কণ্ঠে স্লোগান দেন, “একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার” কখনও তাঁরা বলেন, “শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই” কখনও বা তাঁদের বলতে শোনা যায়, “শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে।” এমন বিভিন্ন উত্তেজক শ্লোগানে শঙ্কিত সারা বিশ্ব। হয়তো আবার বাংলাদেশে নতুন কোনো যুদ্ধ শুরু হতে চলেছে।