বি এন পি হিন্দু বিরোধী নয় – দাবি বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়ের

SATYAM NEWS
কয়েক দিনের মধ্যেই বাংলাদেশের রাজনীতির আমূল পরিবর্তন হয়ে গেছে। শেখ হাসিনা দেশ ছেড়ে আপাতত ভারতে আছেন। অন্যদিকে আন্দোলনকারীদের দাবি মেনে নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে ১৭ জনের মন্ত্রীসভা। স্বাভাবিক কারণেই নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়ে ফোন করেছেন মহম্মদ ইউনুসকে। সেখানেই হিন্দুদের সুরক্ষা যাতে দ্রুত নিশ্চিত করা হয় সে বিষয়ে ইউনুসকে বার্তা দিয়েছেন মোদী। এক্স হ্যান্ডেলে করেছেন পোস্ট। অন্যদিকে সে দেশে ফের নির্বাচন কবে হবে তা নিয়ে চাপানউতোর চলছে। জেল থেকে মুক্ত হয়েছেন খালেদা জিয়া।
বাংলাদেশে যদি এই মুহূর্তে নির্বাচন হয়, বিএনপি যে বড় ভূমিকা রাখতে চলেছে তাতে কোনও সন্দেহের অবকাশ নেই। এই আবহে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “বিএনপি হিন্দুবিরোধী, এমন একটা ধারণা তৈরি করা হয়েছে। কিন্তু আমরা সব সম্প্রদায়ের ব্যক্তির অধিকারে বিশ্বাস করি।” বাংলাদেশে নতুন অন্তবর্তী সরকার তৈরির আবহে এ কথা বলছেন বিএনপি-র স্থায়ী কমিটির সদস্য তথা সে দেশের প্রাক্তন মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়। গয়েশ্বর আরও বলছেন, “বিএনপি বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের লোকদের নিয়ে তৈরি হয়েছে। সব ধর্মের পক্ষেই রয়েছে আমাদের দল। ভাবের দিক থেকে বিএনপি জাতীয়তাবাদী দল হলেও আমরা সব সম্প্রদায়ের ব্যক্তির অধিকারে বিশ্বাস করি।” তিনি আরো বলেন, ভারত যেন বাংলাদেশের শত্রুকে কোনোভাবে মদত না দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *