তৃতীয় লিঙ্গের ভাই বোনেদের সঙ্গে বি পজিটিভ এর রাখী বন্ধন
বঙ্গভঙ্গের বিরোধীতায় কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে কলকাতার রাস্তায় সম্প্রিতির রাখী বন্ধন অনুষ্ঠিত হয়ে ছিল, তবে আপামর বাঙালি রীতি অনুসারে – ভাইয়ের কল্যান কামনায় বোনের রাখী বেঁধে দেয়া – সময়ের হাত ধরে এগিয়ে চলেছে।
” বি পজিটিভ ” আজ শ্রাবণী পূর্ণিমা তিথিতে বারাসাতের শ্যামপুকুর অঞ্চলের তৃতীয় লিঙ্গের ভাই বোনেদের জন্য যেমন দিগম্বরপুর অঙ্গীকার এর সহযোগিতায় একটি বিনামূল্যে সাস্থ্য শিবিরের আয়োজন করে ছিলো,তেমনি হিজরা / তৃতীয় লিঙ্গের ভাই বোনেদের কে সাথে নিয়েই এক অন্য রকম রাখী বন্ধনের আয়োজন করে ছিলো, যা পরিনত হয়ে ছিল সম্প্রিতির রাখী বন্ধনে,
অনুষ্ঠানে উপস্থিত হয়ে অরিন্দম দে ( পরিবেশ কর্মি, শিক্ষক ও নাট্টকর্মি ) রাখী পরিয়ে দিলেন রীনা দির ( শ্যামপুকুর অঞ্চলের হিজরা সম্প্রদায়ের গুরু মায়ের ) হাতে, আবার চিত্র পরিচালক পলাশ বৈরাগী রাখী পরালেন সুমন সাহার ( তৃতীয় লিঙ্গের বোন এর ) হাতে,এই ভাবেই একে অপরের হাতে রাখী পরানোর সাথে সাথেই নিজের হাতের রাখী খুলে অন্য জনকে পরিয়ে দেওয়ার আনন্দ ভাগ করে নিলেন পঞ্চাশ জন তৃতীয় লিঙ্গের ভাই বোন।
এর পর সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট অভিনেত্রী ও নাট্যকর্মী অঞ্জনা রায়, রাজা, আবৃত্তি পাঠ করেন সিঞ্জিনী বোস, নৃত্য পরিবেশন করেন তৃতীয় লিঙ্গের একঝাঁক ভাই বোন।
” বি পজিটিভ ” এর কর্ণধার বিপ্লব বড়ুয়া বলেন আজ আমরা এক ব্যাতিক্রমি রাখী বন্ধন উৎসব উদযাপন করছি, যা শুধু রাখী বন্ধন নয় এও সম্প্রিতি ও সৌহার্দ্যের বন্ধন।
তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে আলোচনা হয় , লেখা লেখি হয়, আইনো হয়েছে, কিন্তু এখনো আমরা অনেকেই তাদের অবজ্ঞার চোখে দেখি, তাদের ও দুঃখ কষ্ট হয়, কাটলে লাল রঙের রক্ত বের হয়, ২০২২ শে এসে আমরা সকলের কাছে আর্জি রাখবো, ওরাও মানুষ ওদের যন্ত্রনা ভাগ না করতে পারলেও আপনারা ওদের সাথে আনন্দ ভাগ করে নিলে ওরা বুঝতে পারবে ওরাও রক্তে মাংসে গড়া একটা মানুষ।