DYFI-এর ১১ তম সর্বভারতীয় সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ
DYFI ১১তম সর্বভারতীয় সম্মেলন উপলক্ষে,ধর্মনিরপেক্ষ ভারত গড়তে,কর্মসংস্থানের অধিকার সুনিশ্চিত করতে,ছাত্র-যুবদের সংগ্রাম আরো তীব্র করতে ও মইদুল,বিদ্যুৎ,সুদীপ্ত,আনিস খুনের বিচারের দাবীতে,রাজ্য জুড়ে নারী ধর্ষণ ও নারী নির্যাতন এবং খুনের প্রতিবাদে,সকলের জন্য শিক্ষা ও কাজের দাবিতে আজ বিকালে কলকাতা রানী রাসমণি রোডে DYFI-এর প্রকাশ্য সমাবেশের ডাক দেওয়া হয়েছিলো,উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জী ও সভাপতি ধ্রুবজ্যোতি সাহা,সর্বভারতীয় সভাপতি এ.এ রহিম ও সম্পাদক অভয় মুখার্জী এবং প্রাক্তন দুই সর্বভারতীয় DYFI নেতা সীতারাম ইয়েচুরি ও মহম্মদ সেলিম সহ একাধিক সর্বভারতীয় ও রাজ্যের প্রাক্তন ও বর্তমান নেতৃত্ব সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য DYFI কর্মী ও সমর্থকবৃন্দরা,DYFI-এর প্রাক্তন ও বর্তমান নেতৃত্বরা আজকে এই সমাবেশ থেকে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার ও বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যু নিয়ে কটাক্ষের সুরে তীব্র ভাষায় আক্রমন করেন,এর পাশাপাশি কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলার নেতৃত্ব-কর্মী ও সমর্থকরা মহামিছিল করে আজকের ঐতিহাসিক সমাবেশে যোগ দেন
কলকাতা থেকে তন্ময় ভৌমিকের রিপোর্ট