পুলিশি তৎপরতায় বিয়ের মণ্ডপ থেকে উদ্ধার 13 বছরের নাবালিকা
নিজস্ব প্রতিনিধি :-সোনারপুর থানার অন্তর্গত গোবিন্দপুর আন্ধারিয়া গ্রামের সুজয় দোলুই এর মেয়ে মধুমিতা দোলুই এর নাবালিকা হওয়ার কারণে বিয়ে আটকালো সোনারপুর থানার পুলিশ. সোনারপুর থানার তৎপরতায় 13 বছরের নাবালিকা মধুমিতা দোলুই কে বিয়ের মণ্ডপ থেকে উদ্ধার করল পুলিশ. মধুমিতা, সুজয় দোলুই এর প্রথম পক্ষের মেয়ে. একদিকে অভাবের সংসার অন্যদিকে সৎ মায়ের অত্যাচার. বেশিরভাগ দিনই মধুমিতা কাটাতো দাদু দিদার বাড়ী ও আত্মীয় দের বাড়িতে. গোবিন্দপুর গেনদাদেবী গার্লস হাই স্কুলের ক্লাস সেভেনের ছাত্রী মধুমিতা. সম্বন্ধ করেই তার বিয়ে ঠিক করেছিল বাড়ির লোকজন. নাবালিকা মেয়েদের বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ, তা জেনেও তারা বিয়ে ঠিক করেছিল. প্রতিবেশীদের বক্তব্য থেকে উঠে আসে যে সৎ মা দিনমজুরির কাজ করে কোনরকমে সংসার চালাত, অসুস্থ স্বামীকে নিয়ে তাদেরই ঠিকমত সংসার চলত না তাই মেয়েকে ঠিকমতো খেতে দিতে পারতো না. তাই বাধ্য হয়ে তারা মেয়ের বিয়ে ঠিক করে সম্বন্ধ করে. পুলিশ সৎমা সহ মধুমিতা দোলুই কে থানায় নিয়ে আসে. বাল্যবিবাহ বন্ধ করতে সরকার কয়েক গুচ্ছ পরিকল্পনা নিলেও এখনো অন্ধকারে বহু মানুষ