বিভাজনের রাজনীতির মাধ্যমে কখনো ক্ষমতায় আসা যায়না বললেন ফিরহাদ হাকিম
বিভাজনের রাজনীতির হত্যার রাজনীতি এবং নিরবিচ্ছিন্ন ভাবে সমালোচনার মাধ্যমে কখনো ক্ষমতায় আসা যায়না, বিজেপির এ বিষয়টা মাথায় রাখা উচিত। ক্ষমতায় আসতে গেলে এবং ক্ষমতায় টিকে থাকতে গেলে মানুষের জন্য কাজ করতে হয় এবং মানুষের মন জয় করতে হয়। বিজেপি দলের নেতা-নেত্রীরা এই কাজটা করতেই ব্যর্থ। বিগত দিনেও এরাজ্যে বিজেপি মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছে, আগামী দিনে বিজেপি দলটাও এরাজ্যে বিলুপ্ত হয়ে যাবে। 82 নম্বর ওয়ার্ডে প্রচার এর মাঝে বিজেপির উদ্দেশ্যে এমনই কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম।
রূপা গাঙ্গুলী সহ বিজেপির নেতারা যে দাবী করছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি রাজ্যের মানুষের টাকায় বোম্বে গোয়া ত্রিপুরায় ছুটে যাচ্ছেন। এ প্রসঙ্গে ফিরহাদ এর প্রশ্ন, ভারতবর্ষের রাষ্ট্রপ্রধান হিসেবে নরেন্দ্র মোদি দেশ থেকে বিদেশের বিভিন্ন প্রান্তে যে ছুটে বেড়ান সেটা কি তার নিজের অর্জিত টাকায় ? রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শিল্প সম্ভাবনা তৈরী এবং শিল্প বিনিয়োগ আনার লক্ষ্যে মানুষের স্বার্থে যদি বিভিন্ন শিল্পপতিদের কাছে তাকে যেতে হয় তবে সেটা ক্ষতির কি আছে। ত্রিপুরা সহ গোয়ায় যে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী সহ দলীয় নেতারা জানান সেটা তাদের নিজেদের অর্জিত টাকা বলেও এদিন শাফ জানান ফিরহাদ।