নির্বাচনী প্রচারে রাজ ও জুন
দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর পৌরসভার 17 টি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে প্রচারে এলেন বিশিষ্ট পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী জুন মালিয়া. সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি সহ পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু তায়ের সরদার, জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র সহ আরো বিশিষ্ট নেতৃত্ব।
তৃণমূলের এই মহা মিছিল বারাইপুর পদ্মপুকুর থেকে শুরু হয় এবং পুরনো বাজার রাস মাঠের শেষ হয়. এই মিছিলে 10 হাজারেরও বেশি মানুষ পা মেলান.