আত্মাঘাতী জঙ্গি হামলায় রক্তাক্ত সোমলিয়া
পৃথিবী থেকে ‘জেহাদি’ হয়তো কখনই সম্পূর্ণ শেষ হবে না। তাই প্রতিনিয়ত বিশ্বের কোনো না কোনো প্রান্তে চলেছে জঙ্গি হামলা। গত শুক্রবার তেমনই এক জঙ্গি হামলায় প্রাণ গেলো পূর্ব আফ্রিকার সুন্দর দেশ সোমালিয়ার অন্তত ৩২ জনের। আহতের সংখ্যা ৬০ পেরিয়ে গিয়েছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আল কায়দায় সঙ্গে যুক্ত জঙ্গি সংগঠন আল-শাবাব এই হামলার দায় স্বীকার করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে,স্থানীয় সময় শুক্রবার বিকালের দিকে এই ঘটনাটি ঘটে মোগাদিশুর একটি বিখ্যাত সমুদ্র সৈকতে। রোজকার মতো সেখানে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। হঠাৎ একদল জেহাদি হামলা শুরু করে। এক ফিদায়েঁ জঙ্গি সৈকতে ঢোকার মুখেই বিস্ফোরণ ঘটায়। মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পরে চারিদিকে।
সঙ্গে সঙ্গে প্রতিরোধ গড়ে তোলে সেনা বাহিনী। তাদের ছক বানচাল করে দেয় সোমালিয়ার সেনাবাহিনী। সেনার সঙ্গে জঙ্গিদের বেশ কিছুক্ষণ লড়াই চলে। এক জঙ্গিকে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে যেতে রুখে দেওয়া হয়। সেনাবাহিনীর পালটা মারে একে একে মৃত্যু হয় সব জেহাদির। এই ঘটনার পর স্থানীয় পুলিশের মুখপাত্র আবদিফাতাহ আদান হাসান সাংবাদিকদের জানান, “প্রথমে ৭ জনের মৃত্যুর খবর মিলেছিল। এর পর মৃতের সংখ্যা বাড়তে শুরু করে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩২ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৬৩। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।”