মুখ্যমন্ত্রীর করা রিভিউ কমিটির প্রথম সভা
কয়েকদিন আগেই রাহুল মুখোপাধ্যায় এবং ফেডারেশনের ঝামেলার জেরে প্রায় স্তব্ধ হতে বসেছিল টলিউড। পরিচালকরা কর্মবিরতির ডাক দিয়েছিলেন। তখন অচলাবস্থা কাটানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মধ্যস্থতা করতে হয়। তারপরে সেই সমস্যার একটা সাময়িক সমাধান হয়। মুখ্যমন্ত্রী সেই সভাতেই একটা রিভিউ কমিটি তৈরী করে দেন – যারা খুবই গুরুত্বের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে সমস্যার সমাধান করবেন। সেই কমিটিতে আছেন অভিনেতা দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মন্ত্রী অরূপ বিশ্বাস, পরিচালক গৌতম ঘোষ এবং গায়ক ইন্দ্রনীল সেন। সেই কমিটির প্রথম সভা হয়ে গেলো বুধবার।
সেই সভা সম্পর্কে দেব বিস্তারিত জানান এদিন। দেব তাঁর এক্স হ্যান্ডেলে পোষ্ট করেছেন, ‘সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া রিভিউ কমিটির প্রথম মিটিং হয়ে গেল। নন্দনে ইন্ডাস্ট্রির উন্নতি এবং অগ্রগতির জন্য এই মিটিং করা হল। খুবই ভালো, সুস্থ এবং গঠনমূলক আলোচনা হয়েছে এদিন।’ তবে আলোচনার বিস্তারিত বিষয় তিনি বলেন নি। এর আগে দেব জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী বলেছেন, ইন্ডাস্ট্রিতে কাউকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না। পরিচালকদের তরফে গৌতম ঘোষ জানান, শ্যুটিং নিয়ে ফেডারেশনের চালু থাকা নিয়মে বদল আনা হচ্ছে। একটা কমিটি তৈরি করে ফেডারেশনের নিয়ম সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করা হবে।