শনিবার আবার উত্তাল বাংলাদেশ – প্রধান বিচারপতির ইস্তফা দাবি
বাংলাদেশের আন্দোলন যেন ‘শেষ হয়েও হইলো না শেষ।’ আজ, শনিবার বাংলাদেশের ছাত্র সমাজ আবার পথে বিক্ষোভে উত্তাল। এবার বাংলাদেশের সুপ্রিম কোর্ট ঘিরে ধরল বিক্ষোভকারীরা। প্রধান বিচারপতি সহ ৭ জন বিচারপতির ইস্তফার দাবিতে কয়েকশো বিক্ষোভকারী হাইকোর্ট চত্বর ঘিরে ধরেছে। এক ঘণ্টার মধ্যে প্রধান বিচারপতিকে ইস্তফা দিতে বলা হয়েছে, নাহলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারীরা। জল্পনা শোনা যাচ্ছে, বিক্ষোভের মুখে পড়ে ইতিমধ্যেই আদালত চত্বর ছেড়ে পালিয়েছেন প্রধান বিচারপতি। সূত্রের খবর এই তীব্র বিক্ষোভার মুখে দাঁড়িয়ে প্রধান বিচারপতি ইস্তফা দিতে প্রস্তুত। ইতিমধ্যে তিনি পালিয়ে গেছেন কোর্ট থেকে।
জানা গিয়েছে, নতুন অন্তর্বর্তী সরকারের পরামর্শ ছাড়াই আজ, শনিবার বাংলাদেশের প্রধান বিচারপতি ফুল কোর্ট মিটিং ডেকেছিলেন। এই খবর পেতেই বিক্ষোভ দেখাতে শুরু করে আন্দোলনকারীরা। এদের মধ্যে অধিকাংশই পড়ুয়া বলে জানা গিয়েছে। আন্দোলনকারীদের দাবি, প্রাক্তন প্রধানপতি শেখ হাসিনার নিয়োগ করা প্রধান বিচারপতিকে ইস্তফা দিতে হবে। এক ঘণ্টার মধ্যেই প্রধান বিচারপতি সহ ৭ বিচারপতিকে ইস্তফা দিতে হবে। টা নাহলে আবার বাংলাদেশে জ্বলবে আগুন বলেও হুমকি দেয় তারা।